• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হার্ভার্ডের অনলাইন ক্লাসের সিদ্ধান্ত ‘হাস্যকর’


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ৮, ২০২০, ০৫:৪৩ পিএম
হার্ভার্ডের অনলাইন ক্লাসের সিদ্ধান্ত ‘হাস্যকর’

ছবি: ইন্টারনেট

ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণের ভয়ে হার্ভার্ডের মতো বিশ্ববিদ্যালয়ের সব কোর্সের ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আগামী সেমিস্টার থেকে যুক্তরাষ্ট্রের স্কুল ও বিশ্ববিদ্যালয়গুলো খুলে দেওয়া যায় কি-না এ নিয়ে মঙ্গলবার হোয়াইট হাউসে এক গোলটেবিল বৈঠকে হার্ভার্ড প্রসঙ্গে ট্রাম্প এ কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

ট্রাম্প বলেন, “আমি মনে করি, এটা (হার্ভার্ডের অনলাইনে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত) হাস্যকর। এটা খুবই সস্তা উপায়। এমন সিদ্ধান্তের জন্য তাদের নিজেদেরই লজ্জা পাওয়া উচিত।”

নভেম্বরে যুক্তরাষ্ট্রের পরবর্তী নির্বাচনেও লড়ছেন ট্রাম্প। তাই করোনাভাইরাস সংক্রমণ উঠতির দিকে থাকলেও দেশের অর্থনৈতিক চাকা সচল রাখতে সব ধরনের বিধিনিষেধ উঠিয়ে নেওয়ার পক্ষে তার সরকার।

এমনকি স্কুলগুলোও খুলে দিতে চান ট্রাম্প। তার দাবি, সবাই চাচ্ছেন শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হোক।

“সবাই এটা চাচ্ছেন। মায়েরা চাচ্ছেন, বাবারা চাচ্ছেন, বাচ্চারা চাচ্ছে। স্কুলগুলো খুলে দেওয়ার সময় এসেছে। আমরা আমাদের স্কুলগুলো খুলে দিতে চাই, খুব দ্রুতই খুলে দিতে চাই। শরতের দিকে এটা খুলে দিলে খুব ভালো হয়।”

অথচ ট্রাম্প এমন মন্তব্য করার আগের দিন তার প্রশাসন ভিন্ন কথা শুনিয়েছিল। ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই) এজেন্সি জানিয়েছে, করোনা সংকটের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলো যদি সব ক্লাস অনলাইনে নেয় তাহলে বিদেশি শিক্ষার্থীদের আর যুক্তরাষ্ট্রে থাকতে দেওয়া হবে না।

করোনা সংক্রমণের কারণে যুক্তরাষ্ট্রের অধিকাংশ বিশ্ববিদ্যালয় অনলাইন ক্লাসে নেওয়ার সিদ্ধান্ত নিতে যাচ্ছে। ক্যামব্রিজ ও ম্যাসাচুসেটসভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলো জানিয়েছে, তারা তাদের ক্যাম্পাসে মোট শিক্ষার্থীদের ৪০ শতাংশকে থাকার অনুমতি দেবে। অন্যদের ক্লাস অনলাইনে হবে।

এদিকে যুক্তরাষ্ট্রের করোনা পরিস্থিতি প্রতিদিনই খারাপের দিকে যাচ্ছে। সবশেষ চব্বিশ ঘণ্টায় রেকর্ড ৬০ হাজারের বেশি মানুষের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়েছে। তাতে যুক্তরাষ্ট্রে আক্রান্ত এখন ৩১ লাখ ছুঁই ছুঁই, যা বিশ্বের মোট আক্রান্তের প্রায় এক-চতুর্থাংশ। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ১ লাখ ৩৩ হাজার, যা বিশ্ব সর্বোচ্চ।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের হটস্পট এখন দেশটির দক্ষিণাঞ্চল। সংক্রমণ বাড়তির দিকে থাকায় বিধিনিষেধ শিথিল করার পরিকল্পনা থেকে সরে আসছে অনেক অঙ্গরাজ্য।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!