• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নাটোরে ভুয়া ম্যাজিস্ট্রেটসহ আটক ৬


নিজস্ব প্রতিবেদক জানুয়ারি ১৪, ২০১৬, ০৯:০৬ পিএম
নাটোরে ভুয়া ম্যাজিস্ট্রেটসহ আটক ৬

নাটোর প্রতিনিধি

নাটোরে ভ্রাম্যমাণ আদালতের নামে প্রতারণার সময় র‌্যাবের ভুয়া মেজর ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ৬জনকে আটক করেছে (র‌্যাব) র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান।
 
আজ বৃহস্পতিবার সন্ধ্যায় নাটোরের সিংড়া উপজেলার বোয়ালিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে র‌্যাবের পোশাক, পরিচয়পত্র, ১০ বোতল ফেনসিডিল ও ১২ পিস ইয়াবাসহ একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
 
র‌্যাব-৫ বাগামারা ক্যাম্পের এএসপি সোহেল রেজা জানান, আটকরা বেশ কিছু দিন ধরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত পরিচয় দিয়ে স্থানীয় লোকজনের কাছ থেকে চাঁদা আদায় করছিল।  আটকরা হলেন, সিরাজগঞ্জের কাজিপুরের ঘুবকান্দি গ্রামের মাহবুব আল ওরফে মাসুম, রায়গঞ্জের চান্দ্রাইকোনা গ্রামের সমির দাস (৪৮), এই গ্রামের জাহেদুল ইসলাম ও তার সহোদর জাকির হোসেন, একই উপজেলার কোতলা দিঘর গ্রামের আব্দুল খালেক (৩৮) ও মুজবুর গ্রামের পবিত্র কুমার (২৫)।
 
আটকদের সিংড়া থানায় হস্তান্তর করা হয়েছে।


সোনালীনিউজ/ঢাকা/মে

Wordbridge School
Link copied!