• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় তিনজন বহিষ্কার


রাজশাহী প্রতিনিধি ফেব্রুয়ারি ৭, ২০১৭, ০৬:৪৯ পিএম
ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় তিনজন বহিষ্কার

রাজশাহী : রাজশাহী শিক্ষাবোর্ডের অধীনে মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এসএসসি’র ইংরেজি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় অসদুপায় অবলম্বনের জন্য তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদের মধ্যে নাটোর জেলা থেকে দুইজন ও পাবনা থেকে এক শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়। রাজশাহী শিক্ষাবোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় রাজশাহী শিক্ষাবোর্ডে মোট ১ লাখ ৬৩ হাজার ১২১ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লাখ ৬২ হাজার ৬৯২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলো। অনুপস্থিত ছিলো ৪২৯ জন শিক্ষার্থী।

বহিষ্কৃত ওই তিন পরীক্ষার্থী হলো- নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগর এসআই উচ্চ বিদ্যালয়ের শিহাব মৃধা, ছাতারভাগ উচ্চ বিদ্যালয়ের নাসিম উদ্দিন ও পাবনার সুজানগরের রাণীনগর বহু: উচ্চ বিদ্যালয়ের ইসরাত হোসেন।   

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!