• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়াটসনের সেঞ্চুরিতে ধোনির চেন্নাইয়ের বড় জয়


ক্রীড়া ডেস্ক এপ্রিল ২১, ২০১৮, ০১:০৮ এএম
ওয়াটসনের সেঞ্চুরিতে ধোনির চেন্নাইয়ের বড় জয়

ঢাকা: আগের রাতে সেঞ্চুরি করেছিলেন নিলামে তৃতীয়বারে গিয়ে ডাক পাওয়া ক্রিস গেইল। এবার সেঞ্চুরি করলেন শেন ওয়াটসনও। মজার ব্যাপার, গেইল এবং ওয়াটসন দুজনেই আগেরবার রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে খেলেছেন। এবার দুজনই ভিন্ন দলের হয়ে খেলছেন এবং আইপিএলে দুজনই সেঞ্চুরি করলেন।

পুণের মাঠে ওয়াটসন সেঞ্চুরি তুলে নিতে ভাগ্যের সহায়তাও পেয়েছেন। প্রথম ওভারেই স্টুয়ার্ট বিনির বলে যখন স্লিপে ক্যাচটা ছাড়লেন রাহুল ত্রিপাঠি, শেন ওয়াটসনের রান তখন ৮। পরের ওভারেই আরেকটি সুযোগ দিয়েছিলেন ওয়াটসন সেই ত্রিপাঠির হাতেই। কিন্তু সেটি তিনি লুফে নিতে পারেননি। জীবন পাওয়া ওয়াটসন সুযোগটা ভালোভাবেই কাজে লাগিয়েছেন। তাঁর ১০৬ রানের সৌজন্যে চেন্নাই সুপার কিংস আগে ব্যাট করে তুলেছে ৫ উইকেটে ২০৪। জবাব দিতে নেমে রাজস্থান নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৮.৩ ওভারে ১৪০ রানেই গুটিয়ে গেছে। ৬৪ রানের বড় জয়  পেয়েছে চেন্নাই সুপার কিংস।

৩২ রানের মধ্যে হেনরিক ক্লাসেন (৭), সনজু স্যামসন (২) ও অধিনায়ক আজিঙ্কা রাহানে (১৬) ফিরে যাওয়ার পরই বোঝা গিয়েছিল চেন্নাই বড় লক্ষ্য তাড়া করা আর সম্ভব নয়। শেষ অবধি সেটাই হয়েছে। মাঝে বেন স্টোকসের ৩৭ বলে ৪৫ রান ছাড়া কেউই বলার মতো রান করতে পারেননি।

তবে চেন্নাইয়ের নির্দিষ্ট কোনও বোলার এককভাবে ভালো করেননি। ২টি করে উইকেট নিয়েছেন কর্ণ শর্মা, ডোয়াইন ব্রাভো, দীপক চাহার ও শার্দুল ঠাকুর। শেষে পর পর দুই বলে উইকেট নিয়ে ম্যাচ শেষ করেছেন কর্ণ শর্মা। পরের ম্যাচের শুরুর বলেই উইকেট পেলে তাঁর হ্যাটট্রিক হয়ে যাবে।

এর আগে আন্দোলন আর মাঠে সাপ ছেড়ে দেওয়ার হুমকির মুখে পুণেতে প্রথম ম্যাচ খেলতে এসে টস হেরে ব্যাটিং করতে নামে চেন্নাই। ক্রিস গেইলের পর এবারের আইপিএলে দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন শেন ওয়াটসন। অস্ট্রেলীয় অলরাউন্ডার আইপিএলে আগের দুটি সেঞ্চুরি পেয়েছিলেন রাজস্থানের হয়ে। শুক্রবার তৃতীয়টি পেলেন সেই রাজস্থানের বিপক্ষেই।

ফিফটি পেতে ওয়াটসনের লেগেছে ২৮ বল। ফিফটিকে সেঞ্চুরি পর্যন্ত নিতে লেগেছে আর ২৩ বল। ১৯.৫ ওভারে স্বদেশি পেসার বেন লাফলিনের বলে আউট হওয়ার আগে করেছেন ১০৬ রান। ছয় মেরেছেন ৬টি, চার ৯টি। ওয়াটসনের দিনে পার্শ্ব চরিত্র সুরেশ রায়না (৪৬)। দুজনের দ্বিতীয় উইকেট জুটিতে এসেছে ৮১ রান। ২০ রানে ৩ উইকেট নিয়ে রাজস্থানের সবচেয়ে সফল বোলার শ্রেয়াস গোপাল।

সোনালীনিউজ/আরআইবি/জেডআই

Wordbridge School
Link copied!