• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কেকেআরের জন্য মন খারাপ আকরামের


ক্রীড়া ডেস্ক মে ২১, ২০১৭, ০১:২২ পিএম
কেকেআরের জন্য মন খারাপ আকরামের

ঢাকা: দ্বিতীয় কোয়ালিফায়ারে চিরশত্রু মুম্বাই ইন্ডিয়ান্সের কাছে হেরে বিদায় নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। মুম্বাইয়ের বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি শাহরুখ খানের দল।

এই ম্যাচের আগে বসিয়ে দেয়া হয় হার্ডহিটার ইউসুফ পাঠান ও কুলদীপ যাদবকে। যেটা কেকেআরের সাবেক মেন্টর ওয়াসিম আকরামের কাছে অস্বাভাবিক ঠেকেছে। তিনি বলেন, ‘বুঝলাম না, ইউসুফ পাঠান আর কুলদীপ যাদবকে কেন খেলালো না কেকেআর? ওঁরা কি পুরো ফিট ছিল না?’ এরপর আকরাম যোগ করেন, ‘দু’জনই নিজেদের প্রমাণ করেছে অনেক বার। কয়েকটা ম্যাচ ভালো খেলেনি বলে এমন সিদ্ধান্ত নেওয়া ঠিক হয়নি।’

ইউসুফ এবার ১৫ ম্যাচে মাত্র ১৪৩ করেছেন। একটিই ম্যাচ জেতাতে পেরেছেন। গড় ১৭.৮৭।  তবুও তাঁর পাশেই দাঁড়াচ্ছেন আকরাম। বললেন, ‘ইউসুফ ম্যাচউইনার। যখনই খারাপ সময়ের মধ্যে দিয়ে গিয়েছে, ওকে একটাই কথা বলতাম— নিজের দক্ষতার ওপর ভরসা রাখো। ইউসুফ সেটা করে গিয়েছে। বারবার খারাপ সময় কাটিয়ে ফিরে এসেছে। বড় ম্যাচ বের করার বিশেষ ক্ষমতা আছে ওঁর।’’

আগামী বছর কী আকরামকে আবার দেখা যেতে পারে নাইট শিবিরে? সে প্রশ্নের উত্তর দিতে পারেননি। আপাতত তিনি পাকিস্তানে দারুণ জনপ্রিয় হয়ে উঠেছেন টিভি তারকা হিসেবে।আকরাম এবং শোয়েব আখতার শুরু করেছেন একটি বিশেষ শো। এ নিয়ে আকরাম বলেন, ‘শো নিয়ে আগ্রহ খুব ভালো। রমজান মাসে চলবে,’

কলকাতাকে শিরোপা উপহার দেয়ার আশা জাগিয়েও পারলেন না গম্ভীররা। কেকেআরের সাবেক বোলিং কোচের কথা শুনে মনে হচ্ছে, আইপিএলে না থেকেও নাইটদের ডাগ-আউটে বসে স্বপ্নভঙ্গের সেই মুহূর্ত দেখেছেন, ‘কলকাতার মানুষদের জন্য খারাপ লাগছে। ট্রফিটা ওঁরা পেলো না!’


সোনালীনিউজ/ঢাকা/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!