• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে মাঝারি মাত্রার ভূ-কম্পন


চট্টগ্রাম প্রতিনিধি জুন ২৭, ২০১৬, ১০:১৭ এএম
চট্টগ্রামে মাঝারি মাত্রার ভূ-কম্পন

বন্দরনগরী চট্টগ্রাম ও আশেপাশের বিভিন্ন উপজেলায় মাঝারী ভুমিকম্প অনুভূত হয়েছে। সোমবার  (২৭ জুন) সকাল ৬টা ২৮ মিনিটের দিকে এ ভূমিকম্পন অনুভূত হয়। পরপর ৩ দফায় এ ভূমিকম্পন অনুভূত হয়েছে।

এ সময় আতঙ্কিত লোকজন ঘরবাড়ি ছেড়ে বাইরে চলে আসেন। কেউ কেউ ভবনের ভেতরে আশ্রয় নেন।

চট্টগ্রাম ছাড়াও রাঙ্গামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারে ভূমিকম্প অনুভূত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি এবং ভূমিকম্পের উৎপত্তিস্থলের তথ্য জানাতে পারেননি চট্টগ্রামে অবস্থিত ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের আগ্রাবাদ কন্ট্রোল রুমের অপারেটর পঙ্কজ জানান, মাঝারী আকারের ভূমিকম্পন অনুভব হয়েছে। তবে এখনো কোনো ধরনের ক্ষয়ক্ষতি খবর পাওয়া যায়নি।

এদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক পঙ্কজ বড়ুয়া বলেন, ‘ভূমিকম্পে হতাহতের কোনো খবর নেই।’

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!