• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাবি শিক্ষক সমিতি: সভাপতি নূরুল সম্পাদক বশির


জাবি প্রতিনিধি ফেব্রুয়ারি ২৬, ২০১৮, ০৬:৫৩ পিএম
জাবি শিক্ষক সমিতি: সভাপতি নূরুল সম্পাদক বশির

সভাপতি (ডানে), সম্পাদক (বামে)

জাবি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শিক্ষক সমিতির নির্বাচনে পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. নূরুল আলম সভাপতি এবং সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনার এ ফলাফল ঘোষণা করেন।

জাবি শিক্ষক সমিতি-২০১৮ সেশনের সহ-সভাপতি নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রাশেদা আখতার, যুগ্ম সম্পাদক পদে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মো. আওলাদ হোসেন, কোষাধ্যক্ষ পদে উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. নুহু আলম নির্বাচিত হয়েছে।

এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন, অধ্যাপক আব্দুল মান্নান চৌধুরী, অধ্যাপক মোতাহার হোসেন, অধ্যাপক সৈয়দ ফাহ্লিজা বেগম, অধ্যাপক আবদুল মান্নান, অধ্যাপক মো. শাহেদুর রশিদ,  অধ্যাপক সৈয়দ হাফিজুর রহমান, সহযোগী অধ্যাপক মু. সায়েদুর রহমান, সহযোগী অধ্যাপক মো. এজহারুল ইসলাম, সহকারী অধ্যাপক মো. সাব্বির আলম, সহযোগী অধ্যাপক লাইজু নাসরীন।

১৫টি পদের বিপরীতে নির্বাচনে আওয়ামীপন্থী শিক্ষকরা দুটি ভাগে বিভক্ত হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। একটি গ্রুপ বর্তমান উপাচার্য অধ্যাপক ফারজানা ইসলাম সমর্থিত ‘বঙ্গবন্ধুর আদর্শের শিক্ষক পরিষদ’ ব্যানারে। তারা ৮টি পদে জয় লাভ করেন। অপরটি সাবেক উপাচার্য অধ্যাপক শরীফ এনামুল কবিরের সমর্থিত ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’ প্যনেল। তারা ৭টি পদে জয় লাভ করেছেন।

সুষ্ঠু ও উৎসব মুখর পরিবেশে নির্বাচন সম্পন্ন করায় উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।  অপরদিকে নির্বাচিতরা বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য সকলকে নিয়ে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!