• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
জাবির শিক্ষক রাজনীতি

দল ভারী করতে শিক্ষকদের নিয়ে টানাটানি


জাবি প্রতিনিধি অক্টোবর ৪, ২০১৮, ০৬:২৯ পিএম
দল ভারী করতে শিক্ষকদের নিয়ে টানাটানি

জাবি : দল ভারী করতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষককে নিজ সংগঠনের সদস্য বলে দাবি করছেন আওয়ামীপন্থী শিক্ষকদের দুই গ্রুপ। এই নিয়ে শিক্ষকদের মধ্যে বেশ তোলপাড় তৈরি হয়েছে।

জানা যায়, ২৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর ৭২তম জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিবৃততি দেয় আওয়ামীপন্থী শিক্ষকদের একাংশের সংগঠন ‘বঙ্গবন্ধু-আদর্শের শিক্ষক পরিষদ’। ২৬৫ জন শিক্ষকের পক্ষে বিবৃতি দেয় সংগঠনটি। পরে ২ ও ৩ অক্টোবর পাল্টা বিবৃতিতে ২৬৫ জন শিক্ষকের মধ্যে মোট ৪৭ জনকে নিজেদের সংগঠনের সদস্য বলে দাবি করেন আওয়ামীপন্থী শিক্ষকদের আরেক অংশ ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’। বিবৃতিতে দাবি করা হয় অনুমতি ছাড়াই বঙ্গবন্ধু-আদর্শের শিক্ষক পরিষদ তাঁদের নাম ব্যবহার করেছে।

এ ঘটনায় বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের সাধারণ সম্পাদক ফরিদ আহমেদ বলেন, ‘শিক্ষকদের সম্মতি ছাড়া তাদের নাম ব্যবহার সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার বিরোধী। তাঁরা ক্ষমতার দাপটে সম্মতি নেওয়ার প্রয়োজন ভুলে গেছে। সম্মতি না নিয়ে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো তাঁকে অশ্রদ্ধা করার শামিল।

সেই ৪৭ জন শিক্ষকের সঙ্গে যোগাযোগ করতে গেলে দেখা যায় তাদের অধিকাংশই শিক্ষা ছুটিতে দেশের বাহিরে অবস্থান করছেন। বাকিদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হননি। তারা বলেন, ‘আমরা সংগঠনকে আমাদের অবস্থান জানিয়েছি। এ ছাড়া অন্য কারো কাছে কোনো মন্তব্য করতে চাচ্ছি না।’

এদিকে বৃহস্পতিবার ৪৭ জনের মধ্যে একজন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক আবুল কালাম আজাদ ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় প্রগতিশীল শিক্ষক সমাজ’ এ তাঁর নাম ব্যবহারে প্রতিবাদ জানিয়েছেন।

তিনি বলেন, ‘বঙ্গবন্ধু-আদর্শের শিক্ষক পরিষদের ব্যানারে আমি প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছি। কিন্তু ২ অক্টোবর ‘বঙ্গবন্ধুর আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজ’র বিবৃতিতে অনুমতি না নিয়ে আমাকে তাঁদের সদস্য দাবি করেছে।’

বঙ্গবন্ধু-আদর্শের শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক বশির আহমেদ বলেন, ‘শেখ হাসিনার জন্মদিনে আওয়ামীপন্থী সকলেই শুভেচ্ছা জানাবে এটাই স্বাভাবিক। জন্মদিনে শুভেচ্ছা জানানোতে সবার স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ ছিল। কাউকে কোনো ধরনের চাপ প্রয়োগ করা হয়নি। কিন্তু হুমকি দিয়ে শিক্ষকদের পাল্টা বিবৃতি প্রদান করতে বাধ্য করেছে ওই সংগঠনটি।’

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!