• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বইমেলায় উপন্যাসেই পাঠকের আগ্রহ বেশি


নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১২, ২০১৮, ০৬:৪৪ পিএম
বইমেলায় উপন্যাসেই পাঠকের আগ্রহ বেশি

ঢাকা : এগারোতম দিনে এসে বেশ সরগরম হয়ে উঠেছে বইমেলা। বিক্রি বেড়েছে; তবে উপন্যাসের দিকেই পাঠকের আগ্রহ বেশি বলে জানালেন প্রকাশকরা।

বাংলা একাডেমির দেওয়া তথ্যমতে, সোমবার (১১ ফেব্রুয়ারি) পর্যন্ত মেলায় প্রকাশিত হয়েছে ২৫০টি উপন্যাস। এর মধ্যে হুমায়ূন আহমেদ, আনিসুল হক, সুমন্ত আসলাম, ইকবাল খন্দকার, ইশতিয়াক আহমেদ প্রমুখ লেখকের উপন্যাসের বই বেশি বিক্রি হচ্ছে বলে প্রকাশকরা জানান।

হুমায়ূন আহমেদের ‘দেয়াল’ মেলায় এখন পর্যন্ত সর্বোচ্চ বিক্রি হওয়া উপন্যাস। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে লেখা এ উপন্যাসটি মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। এর বাইরে একই লেখকের ‘মধ্যাহ্ন-১’ ও ‘মধ্যাহ্ন-২’ বেশ বিক্রি হচ্ছে। নামিদামি লেখকদের বাইরে এবারের বইমেলায় আলোচনায় রয়েছে গুলতেকিন আহমেদের উপন্যাস ‘চৌকাঠ’। ‘চৌকাঠ’ প্রকাশ করেছে তাম্র্রলিপি প্রকাশনী। মেলায় গুলতেকিনের ‘আলো আঁধারের গল্প’ নামের একটি শিশুতোষ গল্পগ্রন্থও বের হয়েছে।

উপন্যাস ছাড়াও বরাবরের মতেই সায়েন্স ফিকশন ও অনুবাদ বেশি বিক্রি হচ্ছে। সেবাসহ বিভিন্ন প্রকাশনী থেকে প্রকাশিত অনুবাদ গল্প, উপন্যাস ও জীবনী পাঠকের আগ্রহের জায়গায় আছে। শিশুতোষ গ্রন্থের বিক্রিও বেশ ভালো বলে জানালেন শিশু চত্বরের প্রকাশকরা। পাতাবাহারের বিক্রয়কর্মী সানজিদা বললেন, শুক্র ও শনিবার বিক্রি বেশি হলেও অন্য দিনগুলোয় শিশুদের বই ভালো বিক্রি হয়।

নতুন বই : গতকাল রোববার মেলায় নতুন বই এসেছে ১০২টি। কবিতা ৩৭টি, উপন্যাস ১২টি, গল্প ১৬টি ও অন্যান্য গ্রন্থ ৩৭টি।

আজকের অনুষ্ঠান : আজ সোমবার বিকাল ৪টায় গ্রন্থমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘শিক্ষা’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। প্রবন্ধ উপস্থাপন করবেন আবুল মোমেন। আলোচনায় অংশগ্রহণ করবেন রাশেদা কে চৌধূরী, আতিউর রহমান এবং এএম মাসুদুজ্জামান। সভাপতিত্ব করবেন মনজুর আহমেদ। সন্ধ্যায় রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোনালীনিউজ/এমটিআই

Wordbridge School
Link copied!