• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিজয় দিবস টেনিসের ফাইনালে খেলবেন যারা


ক্রীড়া প্রতিবেদক ডিসেম্বর ২৮, ২০১৭, ০৭:০২ পিএম
বিজয় দিবস টেনিসের ফাইনালে খেলবেন যারা

ঢাকা: বিজয় দিবস উপলক্ষে আয়োজিত ‘রানার বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা’র সেমিফাইনালের খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ ডিসেনম্বর) রাজধানীর রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে বালক ও বালিকা বিভাগে খেলাগুলো অনুষ্ঠিত হয়েছে।

মহিলা এককের খেলায় নরসিংদী টেনিস ক্লাবের আফরানা ইসলাম প্রীতি ৬-২, ২-৬, ৬-২ গেমে বিকেএসপির জেরিন সুলতানা জলিকে, বিকেএসপির ঈশিতা আফরোজ ৬-২, ৬-১ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের ফাবিহা লামিসা সূচনাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে।

পুরুষ এককে ইঞ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের অমল রায় ৬-৪, ১-৬, ৭-৫ গেমে ইন্টারন্যাশনাল ক্লাবের রঞ্জন রামকে এবং ডারাস বাংলাদেশ লি:-এর দীপু লাল ৬-৩, ৬-২ গেমে নরসিংদী টেনিস ক্লবের মিলন হোসেনকে হারিয়ে ফাইনালে উন্নিত হন।

বালক একক ১৬ বছর গ্রুপে এলিট টেনিস একাডেমির জুয়েল রানা একই একাডেমির শান্ত চৌধুরীকে, এলিট টেনিস একাডেমীর স্বাধীন হোসেন বিকেএসপির মেহেদী হাসানকে, বিকেএসপির অর্ণব সাহা এলিট টেনিস একাডেমির রাকিব হোসেনকে, বিকেএসপির মো: ইসতিয়াক বিকেএসপির নাইমুল ইসলাম অমিয়কে হারিয়ে সেমিফাইনালে উঠে।

বালিকা একক অনুর্ধ্ব-১৪ বছর গ্রুপে বিকেএসপির জেরিন সুলতানা ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার মাসফিয়া আফরিনকে এবং বিকেএসপির রিনভি আক্তার এলিট টেনিস একাডেমির শ্রাবণী বিশ্বাস জুঁইকে হারিয়ে ফাইনালে খেলার টিকিট নিশ্চিত করেছে।

বালিকা একক ১২ বছর গ্রুপে ব্রাহ্মণবাড়িয়া জেলা ক্রীড়া সংস্থার মাসফিয়া আফরিন রাজশাহী জাফর ইমাম টেনিস কমপ্লেক্সের প্রত্যাশা দাসকে এবং বিকেএসপির সাদিয়া আফরিন বিকেএসপির রিমিকে হারিয়ে ফাইনালে উন্নিত হয়।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!