• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশ্বের প্রথম কোয়ান্টাম স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১৬, ২০১৬, ০৬:৫২ পিএম
বিশ্বের প্রথম কোয়ান্টাম স্যাটেলাইট উৎক্ষেপণ করল চীন

বিশ্বের প্রথম কোয়ান্টাম স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ করল চীন৷ জানা গেছে, গোবি মরুভূমি কাছে চীনের জিউকিউয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে মঙ্গলবার রাত ১টা ৪০ মিনিটের উৎক্ষেপণ করা হয় স্যাটেলাইটটিকে৷ এটিকে মহাকাশে নিয়ে যায় লঙ্গ মার্চ-২ডি নামের একটি রকেট৷

চীনা মহাকাশ গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি ৯০ মিনিট অন্তর ৬০০ কিলো ওজনের স্যাটেলাইটটি পাক খাবে পৃথিবীর চারপাশে৷ এর চলতি নাম মিসিয়াস৷ জানা গেছে, এই কোয়ান্টাম স্যাটেলাইটের দ্বারা তথ্য পরিষেবা অনেক বেশি নিরাপদ হবে৷ কারণ কোয়ান্টাম ফোটনদের নষ্ট করে তা থেকে তথ্য হ্যাক করা দুসাধ্য৷ এমনকি এই স্যাটেলাইটের দ্বারা চীনা বিজ্ঞানীরা আর্থ স্টেশনের সঙ্গে কোয়ান্টাম কিয়ের তথ্য আদান-প্রদানের বিষয়েও পরীক্ষা করতে পারবে বলেও জানা গেছে৷ সূত্র: কলকাতা

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!