• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মসুলের গ্রান্ড মসজিদ উড়িয়ে দিয়েছে আইএস


আন্তর্জাতিক ডেস্ক জুন ২২, ২০১৭, ১০:৪১ এএম
মসুলের গ্রান্ড মসজিদ উড়িয়ে দিয়েছে আইএস

ঢাকা: তথা-কথিত ইসলামিক স্টেট (আইএস) ইরাকের মসুল শহরের গ্রান্ড মসজিদ আল নুরি উড়িয়ে দিয়েছে বলে জানিয়েছে ইরাকি বাহিনী। ২০১৪ সালে এই মসজিদে দাঁড়িয়েই খিলাফতের ঘোষণা দিয়েছিলেন এই জঙ্গি সংগঠনটির খলিফা আবু বকর আল বাগদাদি।

ইরাকের দক্ষিণাঞ্চলে দ্বাদশ শতকের ওই প্রাচীন মসজিদটি তার দেড়শ ফুট উঁচু হেলানো মিনারের জন্য বিখ্যাত ছিল। 

ইরাকি বাহিনী জানিয়েছে, দেশটির এলিট কাউন্টার টেররিজম সার্ভিসের সদস্যরা মসুলের পুরনো অংশে ওই গ্র্যান্ড মসজিদের ৫০ মিটারের মধ্যে পৌঁছে যাওয়ার পর বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ৩৫ মিনিটে বিস্ফোরণ ঘটানো হয়।  

ইরাকি বাহিনীর এই অভিযানের কমান্ডার একে আইএসের ‘আরেকটি ঐতিহাসিক অপরাধ’ হিসেবে বর্ণনা করেছেন। অবশ্য আইএস তাদের মুখপাত্র আমাকে এক বিবৃতিতে দাবি করেছে, মসজিদটি ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের বিমান হামলায়।

মসজিদ ধ্বংসের পূর্বের অবস্থা

আর ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি এই মসজিদ উড়িয়ে দেওয়ার ঘটনাকে ‘আইএস এর পরাজয় স্বীকার করে নেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা’ হিসেবে দেখছেন। 

আকাশ থেকে তোলা ছবিতে দেখা গেছে, আল-নূরি মসজিদ ও এর বিখ্যাত মিনার ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগেও ইরাক ও সিরিয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন ধ্বংস করে দিয়েছে আইএস। সূত্র: বিবিসি।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!