• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাস্ত্রী বললেন কোহলি মেশিন নয়


ক্রীড়া ডেস্ক মে ২৫, ২০১৮, ০৮:৩৫ পিএম
শাস্ত্রী বললেন কোহলি মেশিন নয়

ফাইল ফটো

ঢাকা: চোটের জন্য সারের হয়ে খেলা হচ্ছে না বিরাট কোহলির। আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ না খেলে ভারত অধিনায়ক ভেবেছিলেন কাউন্টি খেলবেন। এরপর কঠিন ইংল্যান্ড সিরিজ। আর ইংল্যান্ডে কোহলির রেকর্ড ভালো নয়। তাই পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে এটাই ছিল প্রাথমিক লক্ষ্য।

কিন্তু আইপিএলে বেঙ্গালুরুর শেষ ম্যাচে ঘাড়ে চোট পান কোহলি। প্রথমে মনে করা হয়েছিল, স্লিপ ডিস্ক। পরে জানা যায়, ঘাড়ে হালকা চোট। কিন্তু  কোহলিকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায় না বিসিসিআই। যে কারণে বোর্ডের মেডিকেল টিম তাঁকে দেখার পর কাউন্টি খেলার ব্যাপারে নিষেধ করেছে। ১৫ জুন এনসিএ-তে ফিটনেস টেস্টের পরই তাঁর পরবর্তী খেলা নিয়ে সিদ্ধান্ত হবে।

এর মধ্যেই দলের হেড কোচ রবি শাস্ত্রী কোহলিকে নিয়ে বলে বসলেন, ‘ভারত অধিনায়ক মানুষ, কোনো মেশিন নয়। ওর পক্ষে কাউন্টি খেলা সম্ভব নয়। বিষয়টা এমন নয় যে ওর পিছনে রকেট ফুয়েল ভরে দেওয়া হলো আর ও চলতে শুরু করল। এটা কারও পক্ষে সম্ভব নয়।’

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!