• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিঙ্গাপুরে স্বয়ংচালিত ট্র্যাক্সি সেবা চালু


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক আগস্ট ২৬, ২০১৬, ০৮:৩৫ পিএম
সিঙ্গাপুরে স্বয়ংচালিত ট্র্যাক্সি সেবা চালু

সিঙ্গাপুরে চালু হলো বিশ্বের প্রথম স্বয়ংচালিত ট্রাক্সি সার্ভিস। শুরুতে এই ট্র্যাক্সি দেশটিতে ফ্রি সার্ভিস দেবে। এই ট্র্যাক্সিতে চড়ার জন্য একটি অ্যাপস রয়েছে। এই অ্যাপসের মাধ্যমে ট্র্যাক্সি ভাড়া করা যাবে। সিঙ্গাপুরে এই ট্রাক্সি সেবা চালু করেছে নুটোনোমি নামের একটি প্রতিষ্ঠান।

স্বয়ংচালিত এই ট্যাক্সিসেবা চালুর পেছনে রয়েছে গুগল এবং ভলবো। দেশটিতে পরীক্ষামূলকভাবে এই পরিষেবা চালু হয়েছে।

নুটুনোমি জানিয়েছে, শুরুতে প্রতিষ্ঠানটি বিনামূল্যে স্বয়ংচালিত ট্যাক্সি পরিষেবা দেবে। সিঙ্গাপুরে ট্যাক্সি পরিষেবা উবার চালু রয়েছে। ধারণা করা হচ্ছে নুটুনোমি উবারের সঙ্গে প্রতিযোগিতা করবে।

শুরুতে ছয়টি ট্যাক্সি নিয়ে এই পরিষেবা চালু হয়েছে। বছর শেষে ট্যাক্সির সংখ্যা গিয়ে দাঁড়াবে ১২ তে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ২০১৮ সাল নাগাদ সিঙ্গাপুরে সম্পূর্ণভাবে স্বয়ংচালিত ট্যাক্সি পরিষেবা চালু করবে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!