• ঢাকা
  • শনিবার, ০৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

অস্ট্রেলিয়াকে টপকে ব়্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৩, ২০২১, ০৮:৪০ পিএম
অস্ট্রেলিয়াকে টপকে ব়্যাঙ্কিংয়ের ছয়ে বাংলাদেশ

ঢাকা: টি-টোয়েন্টিতে জয়ের ধারাবাহিকতার পুরস্কার পেয়ে গেল বাংলাদেশ। অস্ট্রেলিয়ার পর নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের ধারা অব্যাহত রেখেছে টাইগাররা। এ জয়ে অস্ট্রেলিয়াকে টপকে আইসিসির ব়্যাঙ্কিংয়ে ছয়ে উঠে এল বাংলাদেশ। 

ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার ওয়েবসাইটে দেখা যাচ্ছে, বর্তমানে টি-টোয়েন্টি ব়্যাঙ্কিংয়ের ছয় নম্বরে উঠে এসেছে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজটি শুরুর আগে ২৩৪ রেটিং পয়েন্ট নিয়ে দশ নম্বরে ছিল মাহমুদউল্লাহরা। সিরিজের প্রথম ম্যাচে রেকর্ডগড়া জয়ের পর ৪টি রেটিং পয়েন্ট অর্জন করে তিন ধাপ এগিয়ে সাতে উঠে আসে টাইগাররা। সামনে ছিল অস্ট্রেলিয়া।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয়ের পর সেই অস্ট্রেলিয়াকেও পেছনে ফেলল টাইগাররা। ২৪১ রেটিং পয়েন্ট নিয়ে এখন তারা ছয় নম্বরে, সাতে নেমে গেছে অস্ট্রেলিয়া (২৪০ রেটিং)। ২৭৮ রেটিং নিয়ে শীর্ষে ইংল্যান্ড। ২৭৩ ও ২৬১ পয়েন্ট নিয়ে ব়্যাঙ্কিংয়ের দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে ভারত ও পাকিস্তান। 

উল্লেখ্য, প্রথম টি-টোয়েন্টিতে নিউজিল্যান্ডকে ৬০ রানে অলআউট করে ৭ উইকেটের জয় তুলে নেয় টাইগাররা। দ্বিতীয় টি-টোয়েন্টিতে বেশ রোমাঞ্চ ছড়িয়েছে। এই ম্যাচে বাংলাদেশের জয় ৪ রানে। 

সোনালীনিউজ/এআর

Wordbridge School
Link copied!