• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ’ জান্নাতুল নাঈম


বিনোদন প্রতিবেদক সেপ্টেম্বর ৩০, ২০১৭, ০৯:৫১ এএম
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ’ জান্নাতুল নাঈম

ঢাকা: মিস ওয়ার্ল্ড বাংলাদেশের মুকুট জিতলেন জান্নাতুল নাঈম। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারের নবরাত্রী হলে অনুষ্ঠিত হয় মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে।

প্রতিযোগিতায় টিকে থাকা শীর্ষ দশ প্রতিযোগী রুকাইয়া জাহান চমক, জান্নাতুল নাঈম অভ্রিল, জারা মিতু, সাদিয়া ইমান, তৌহিদা তাসনিম তিফা, মিফতাহুল জান্নাত, সঞ্চিতা রানী দত্ত, ফারহানা জামান তন্দ্রা, জান্নাতুল সুমাইয়া হিমি এবং জেসিকা ইসলাম।

এদের মধ্য থেকে বাকি ৯ জনকে পিছনে ফেলে চ্যাম্পিয়ন হয়েছেন জান্নাতুল নাঈম । ফার্স্ট রানার্স আপ নির্বাচিত হয়েছেন জেসিকা ইসলাম ।

ফাইনালের আয়োজনে পারফর্ম করেন বাংলাদেশের শীর্ষস্থানীয় তারকারা। অতিথি বিচারক হিসেবে ছিলেন জাদুশিল্পী জুয়েল আইচ, ফ্যাশন আইকন বিবি রাসেল, ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ, কর্পোরেট ব্যক্তিত্ব রুবাবা দৌলা, মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির, অভিনেত্রী শম্পা রেজাসহ আরও অনেকে।

উল্লেখ্য, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ বিজয়ী জান্নাতুল নাঈম ৬৭তম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!