• ঢাকা
  • রবিবার, ২৬ মে, ২০২৪, ১২ জ্যৈষ্ঠ ১৪৩১

আমিই আবার বিসিবি সভাপতি হচ্ছি: নাজমুল হাসান


ক্রীড়া প্রতিবেদক অক্টোবর ৩১, ২০১৭, ০৯:১৯ পিএম
আমিই আবার বিসিবি সভাপতি হচ্ছি: নাজমুল হাসান

ঢাকা: তিন ক্যাটাগরিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের সদস্য ২৫ জন। তারমধ্যে ২২ জন বিনা প্রতিদ্ধন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে মঙ্গলবার (৩১ অক্টোবর) তিনটি পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। এখন বাকি রয়েছে সভাপতি নির্বাচন। কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই আবারও বিসিবির সভাপতি হতে যাচ্ছেন নাজমুল হাসান।

এদিন ফলাফল ঘোষণা শেষে বিসিবির বর্তমান সভাপতি বলেন, সব পরিচালক বলছেন আমাকেই দাঁড়াতে হবে (সভাপতি নির্বাচনে)। আমিই আবার প্রেসিডেন্ট পদপ্রার্থী হচ্ছি। যদি প্রার্থীই না থাকে তবে নির্বাচন হবে না। যেহেতু কোনো প্রার্থী নেই, আমিই আবার হচ্ছি (বিসিবি সভাপতি)।’

নাজমুল হাসান জানালেন, কালকে (বুধবার) আমরা সভাপতি নির্বাচনে বসব। ওইদিন বিকালে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। ওখানে দুটি জিনিস করবো। একটা হস্তান্তর করার একটি প্রক্রিয়া আছে। আমরা সবাই এখানে উপস্থিত আছি, সবকিছু নতুন কমিটির কাছে হস্তার করার বিষয় আছে। হস্তান্তর প্রক্রিয়া কালকে করতে পারি। আজকে আমরা আলাপ করেছি।

পরিচালনা পর্ষদের তিন পরিচালক পদে নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি যতটুকু দেখেছি, আমার কাছে মনে হয়েছে সুষ্ঠভাবে হয়েছে নির্বাচন। প্রত্যেক প্রার্থী যারা ছিল তারা আমার কাছে নির্বাচন নিয়ে সন্তুষ্টির কথা জানিয়েছে।’

এক প্রশ্নের জবাবে নাজমুল হাসান বলেন, ‘আমি নির্দিষ্ট কাউকেই ভোট দিতে বলিনি। গতবার আমাদের সঙ্গে ছিল ভুলু। এবার সে আসতে পারেনি। আমরা তাকে অনেক মিস করবো। সে আসলে ভালো হতো। নতুন যিনি এসেছেন, তিনি অনেক অভিজ্ঞ। তার এতো বছরের অভিজ্ঞতা আমাদের কাজে দেবে।’

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!