• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

গভীর রাতে মিললো স্ত্রী-সন্তানের লাশ, স্বামী আটক


নরসিংদী প্রতিনিধি ডিসেম্বর ১৩, ২০২১, ১০:০৬ এএম
গভীর রাতে মিললো স্ত্রী-সন্তানের লাশ, স্বামী আটক

নিহত গৃহবধূ-শিশু সন্তান ও আটক স্বামী

নরসিংদী : নিজ বাড়ি থেকে এক গৃহবধূ ও সন্তানের মরদেহ উদ্ধার করেছেন পুলিশ। নরসিংদীর সদর উপজেলার এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। নিহত গৃহবধূর নাম রেশমি আক্তার ও তার ছেলে মো. সালমান (১৩ মাস)।

সোমবার (১৩ ডিসেম্বর) সকালে নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (১২ ডিসেম্বর) দিনগত ৩টার দিকে চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও নিহতের স্বজনরা জানান, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে নরসিংদী শহরের দত্তপাড়া এলাকার রেশমি আক্তারের সঙ্গে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকার সাইফুল্লার ছেলে ফখরুল ইসলামের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকেই স্বামীকে নিয়ে শ্বশুর-শাশুড়ির সঙ্গে ঝগড়া বিবাদ লেগে থাকতো স্ত্রী রেশমি আক্তারের।

বিয়ের পর চাকরি না থাকায় ছেলে মাদকাসক্ত হয়ে পড়ে এমন অভিযোগে ছেলে ফখরুলকে রিহ্যাবে দেয় তার বাবা-মা। পরে স্ত্রীর আবদারে তাকে রিহ্যাব থেকে বাড়িতে নিয়ে আসে। এদিকে পারিবারিক কলহের জের ধরে রোববার (১৩ ডিসেম্বর) দিনগত রাতে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের ঘোড়াদিয়া এলাকায় এ নির্মম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের পর পালিয়ে যাওয়ার সময় ফখরুলের স্বজন ও এলাকাবাসী তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোনালীনিউজ/এমএএইচ

Wordbridge School
Link copied!