বরগুনা: কোমল পানি কোকাকোলার বিশ্বকাপ ক্রিকেটের 'বিশ্বাসে ম্যাজিক বিশ্বকাপ টিকিট' বিজ্ঞাপন দেখে কোমল পানি খেয়ে বিশ্বকাপ টিকিট জিতেছে বরগুনার পাথরঘাটা সদর ইউনিয়নের পদ্মা গ্রামের ইলিয়াস শিকদার।
কোকাকোলা কোম্পানির লোভনীয় এই বিজ্ঞাপন দেখে ক্রিকেট পাগল ইলিয়াস সিকদার গত ১০/১২ দিন ধরে কোমল পানীয় কোকাকোলা পান করে আটটি সিলভার কয়েন লাভ করলেও কাঙ্খিত গোল্ডেন কয়েন পাচ্ছিলোনা। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১ টার সময় কোমল পানি কোকাকোলা কিনে ছিপ খুললেই মিলে যায় গোল্ডেন কয়েন। আর তাতেই মিলে যায় ভারতে বসে বিশ্বকাপ ক্রিকেট দেখার টিকিট।
বিশ্বকাপ ক্রিকেট দেখার সৌভাগ্য হওয়া ইলিয়াস সিকদার সোনালী নিউজে মুঠোফোনে বলেন বিশ্বকাপ ক্রিকেটের ২৪ অক্টোবর বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিক, ২৮ অক্টোবর বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ও ৩১ অক্টোবর বাংলাদেশ বনাম পাকিস্তান সরাসরি স্টেডিয়ামে বসে খেলা দেখবেন বলে আশা করছেন।
সোনালীনিউজ/এম/এসআই
আপনার মতামত লিখুন :