• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নড়াইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের 


নড়াইল প্রতিনিধি নভেম্বর ৮, ২০২৩, ০১:৪৮ পিএম
নড়াইলে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের 

ফাইল ছবি

নড়াইল: নড়াইলের লোহাগড়ায় ট্রাকের ধাক্কায় জনি শেখ (২০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বুধবার (৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার লোহাগড়া-মহাজন সড়কের রাজুপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সে উপজেলা কোলা গ্রামের মিজানুর শেখের ছেলে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার বেলা ১১ টার দিকে নিহত জনি শেখ মোটরসাইকেল যোগে লোহাগড়ার দিকে যাচ্ছিল প্রতিমধ্যে রাজুপুর এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা ট্রাক (ঢাকা মেট্রো- ট ১৪-৭৭১৪) তাকে ধাক্কা দেয়। এসময় সে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছে। এ ঘটনায় যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

সোনালীনিউজ/আরএস/এসআই

Wordbridge School
Link copied!