• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চুয়াডাঙ্গায় বজ্রপা‌তে কৃষকের মৃত্যু


চুয়াডাঙ্গা প্রতিনিধি মে ১১, ২০২৪, ১২:৪৬ পিএম
চুয়াডাঙ্গায় বজ্রপা‌তে কৃষকের মৃত্যু

ফাইল ছবি

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপা‌তে আহাম্মদ ম‌ল্লিক (৬৫) না‌মে একজন নিহত ও টুনু খাতুন (৩০) নামে এক গৃহবধু আহত হ‌য়ে‌ছেন। 

নিহত আহাম্মদ ম‌ল্লিক উপ‌জেলার পাটা‌চোরা গ্রা‌মের মৃত: খে‌দের ম‌ল্লি‌কের ছে‌লে ও আহত টুনু খাতুন একই উপ‌জেলার গো‌বিন্দহুদা গ্রা‌মের মিল‌নের স্ত্রী।

শ‌নিবার (১১ মে) সকাল সা‌ড়ে ৮ টার দি‌কে পাটা‌চোরা মা‌ঠে ও গো‌বিন্দহুদা গ্রা‌মের বসত বাড়ি‌তে এ দুর্ঘটনা ঘ‌টে।

দামুড়হুদা সদর ইউ‌নিয়‌নের সা‌বেক মেম্বার পাটা‌চোরা গ্রা‌মের কুতুব উদ্দীন জানান, শ‌নিবার সকাল সা‌ড়ে ৮ টার দি‌কে বজ্রসহ বৃ‌ষ্টি শুরু হয় চুয়াডাঙ্গা দামুড়হুদা এলাকায়। এসময় মা‌ঠে কাজ কর‌ছি‌লেন আহাম্মদ ম‌ল্লিক। বজ্রবৃ‌ষ্টি শুরু হ‌লে আহাম্মদ ম‌ল্লিক মাঠ থে‌কে বা‌ড়ি ফেরার জন্য রওনা দিলে মা‌ঠের রাস্তায় সে বজ্রপা‌তে মারাত্নক ভা‌বে আহত হয়। এসময় স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে দামুড়হুদা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌লে জরুরী বিভা‌গের কর্তব্যরত চি‌কিৎসকা তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

অপরদিকে গো‌বিন্দহুদা গ্রা‌মে বজ্রপা‌তে আহত গৃহবধু টুনু খাতুনের স্বামী মিলন মিয়া জানান, বজ্রবৃ‌ষ্টির সময় বাড়ি‌তে ঘ‌রের দরজায় বসা‌ছিল টুনু। এমন সময় বাড়ির উঠা‌নে বজ্রপাত হ‌লে সে গুরুত্বর আহত হ‌য়ে জ্ঞান হারায়।

এসময় প‌রিবা‌রের সদস্যরা সা‌থে সা‌থে তা‌কে দামুড়হুদা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌লে কর্তব্যরত চি‌কিৎস তা‌কে চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লে রেফার ক‌রেন।

দামুড়হুদা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সের ইনচার্জ (স্বাস্থ্য ও প‌রিবার প‌রিকল্পনা) ডা. হে‌লেনা আক্তার নিপা জানান, জরুরী বিভা‌গে কর্তব্যরত চি‌কিৎসক না‌জিয়া নওরন তা‌কে জানিয়ে‌ছেন স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে আসার আগেই বজ্রপা‌তে আহত আহাম্মদ ম‌ল্লিক মারা যায়। 

এছাড়া বজ্রপা‌তে গুরুত্বর আহত টুনু খাতুন‌কে প্রাথ‌মিক চি‌কিৎসা দি‌য়ে উন্নত চি‌কিৎসার জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লে রেফার করা হয়েছে। 

চুয়াডাঙ্গা সদর হাসপাতা‌লের জরুরী বিভা‌গে কর্তব্যরত চি‌কিৎসক ডা. ওয়া‌হিদ আশরাফ র‌বিন জানান, বজ্রপা‌তে আহত গৃহবধু টুনু খাতুন‌কে ম‌হিলা মে‌ডিসিন ওয়ার্ডে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। চি‌কিৎসা চল‌ছে অবজার‌ভেশ‌নে আছে। ক‌য়েক ঘন্টা না গে‌লে কিছু বলা যা‌বে না। ত‌বে তার শরী‌রে কোথাও পোড়ার চিহৃ ‌নেই। প্রাথ‌মিক ভা‌বে ধারনা করা হ‌চ্ছে বজ্রপা‌তের শ‌ব্দে তার কানের সমস্যা হ‌য়ে‌ছে।

এস/এসআই

Wordbridge School
Link copied!