• ঢাকা
  • বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১

হাতুড়িপেটা করে পদত্যাগে বাধ্য করানো অধ্যক্ষকে এবার ফুল দিয়ে বরণ


ফরিদপুর প্রতিনিধি সেপ্টেম্বর ৮, ২০২৪, ০৭:০২ পিএম
হাতুড়িপেটা করে পদত্যাগে বাধ্য করানো অধ্যক্ষকে এবার ফুল দিয়ে বরণ

ফরিদপুর: ফরিদপুরের সালথায় হাতুড়িপেটা করে পদত্যাগে বাধ্য করানো যদুনন্দী নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানকে ফুল দিয়ে বরণ করে কলেজে নিয়ে এসেছে শিক্ষার্থীরা। 

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে ওই শিক্ষকের গলায় ফুলের মালা পড়িয়ে কলেজে নিয়ে আসেন শতাধিক শিক্ষার্থী।

অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানের বাসা কলেজ থেকে প্রায় দুই কিলোমিটার দূরে। বাসা থেকে পায়ে হেঁটে তাকে নিয়ে আসার সময় হামলাকারীদের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে শিক্ষার্থীরা। পরে অধ্যক্ষকে কলেজের নিজ কার্যালয়ের চেয়ারে বসিয়ে দেয় তারা। এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকারাও তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীরা বলে, অধ্যক্ষ স্যারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জোর করে তার কাছ থেকে পদত্যাগপত্রে সই নেন এলাকার একটি সন্ত্রাসী বাহিনী ও কতিপয় দুষ্কৃতকারী। এরপর থেকে স্যার অসুস্থ হয়ে বাসায় অবস্থান করছিলেন। রোববার আমরা কলেজের শিক্ষার্থী মিলে স্যারকে তার বাসা থেকে সম্মানের সঙ্গে নিয়ে এসেছি।

তারা আরও বলে, আমরা অধ্যক্ষ স্যারকে কলেজে দেখতে চাই এবং তার এ পদত্যাগ মানি না। অন্যায়ভাবে যারা স্যারকে পিটিয়ে পদত্যাগে সই করাতে বাধ্য করিয়েছে, আমরা তাদের বিচার চাই।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নবকাম পল্লী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. ওবায়দুর রহমানকে হাতুড়িপেটা করে পদত্যাগপত্রে সই নেন স্থানীয় প্রভাবশালী কাইয়ুম মোল্যা ও কামরুল গাজীর সমর্থকরা। এ ঘটনায় বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে অধ্যক্ষ ওবায়দুর রহমান বাদী হয়ে এই দুই ব্যক্তিসহ ৯ জনকে আসামি করে সালথা থানায় একটি মামলা করেন। তবে এ মামলায় কলেজের কোনো শিক্ষার্থীকে আসামি করা হয়নি।

শিক্ষার্থীরা কলেজে নিয়ে আসার পর অধ্যক্ষ মো. ওবায়দুর রহমান বলেন, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের শুভবুদ্ধির উদয় হয়েছে। তারা শিক্ষকের মর্যাদা বুঝতে পেরেছে। তাই আমাকে সম্মান দিয়ে বাসা থেকে কলেজে নিয়ে এসেছে। আমি আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীদের কাছে চিরকৃতজ্ঞ।

এসএস

Wordbridge School
Link copied!