• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পাবনায় কমতে শুরু করেছে তাপমাত্রা, বাড়ছে শীতের প্রকোপ


শাহীন রহমান, পাবনা নভেম্বর ২৬, ২০২৪, ১০:৫১ এএম
পাবনায় কমতে শুরু করেছে তাপমাত্রা, বাড়ছে শীতের প্রকোপ

ছবি : প্রতিনিধি

পাবনা: অবশেষে উত্তরের জেলা পাবনায় তাপমাত্রা কমতে শুরু করেছে। এতে বাড়ছে শীতের প্রকোপ। গত কয়েকদিন ধরেই তাপমাত্রার পারদ নিচের দিকে নামছে।

ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারি আবহাওয়া পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, ‘গত এক সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৭ ডিগ্রির মধ্যে ওঠানামা করছে। দু’দিন ধরে তমতে শুরু করেছে। তার মানে শীতের প্রকোপও বাড়ছে।

তিনি জানান, গত ১৯ নভেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬ ডিগ্রি সেলসিয়াস। ২০ নভেম্বর ছিল ১৬ ডিগ্রি, ২১ নভেম্বর ছিল ১৬ দশমিক ৫ ডিগ্রি, ২২ নভেম্বর ছিল ১৭ দশমিক ২ ডিগ্রি, ২৩ নভেম্বর ছিল ১৭ ডিগ্রি, ২৪ নভেম্বর ছিল ১৬ ডিগ্রি, ২৫ নভেম্বর ছিল ১৫ ডিগ্রি এবং ২৬ নভেম্বর ছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস।

এই আবাহওয়া পর্যবেক্ষক বলেন, ‘বর্তমানে যে শীত সেটি স্বাভাবিক অবস্থায় আছে। আগামী এক সপ্তাহে তাপমাত্রা আরো কমে শীতের প্রকোপ আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ১০ ডিগ্রির নিচে নামলে শৈতপ্রবাহ শুরু হবে।’

এদিকে, ভোর থেকে সকালে ঘন কুয়াশা পড়ছে পাবনা জেলায়। হেডলাইট জ্বালিয়ে চলছে বিভিন্ন যানবাহন। সকালে কাজে বেরিয়ে কিছুটা ভোগান্তি পোহাতে হচ্ছে শ্রমজীবি মানুষকে।

এসআই


 

Wordbridge School
Link copied!