• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে যুবকের মৃত্যু


চুয়াডাঙ্গা প্র‌তি‌নি‌ধি ডিসেম্বর ২৬, ২০২৪, ০৬:২৮ পিএম
চুয়াডাঙ্গায় ট্রেনে কেটে যুবকের মৃত্যু

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে হিরন শেখ (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) দুপুর ২ টার দিকে চুয়াডাঙ্গা শহরের রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত হিরন শেখ চুয়াডাঙ্গা দৌলতদিয়াড় দক্ষিণপাড়ার শহিদুল ইসলামের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) জগদীশ চন্দ্র বসু জানান, দুপুর ২টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রকেট মেইল ট্রেনটিতে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে নিহতের মস্তক বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এসএস

Wordbridge School
Link copied!