• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পিরোজপুরে ১১ টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার, ৩ লাখ টাকা জরিমানা 


পিরোজপুর প্রতিনিধি জানুয়ারি ৮, ২০২৫, ১২:৩৮ পিএম
পিরোজপুরে ১১ টন নিষিদ্ধ পলিথিন উদ্ধার, ৩ লাখ টাকা জরিমানা 

ছবি : প্রতিনিধি

পিরোজপুর: পিরোজপুরের মঠবাড়িয়ায় ১১ টন ১১ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন উদ্ধার করেছে র‌্যাব-৮। এতে ৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে অভিযুক্ত মহসিন মিয়া ও মেহেদী হাসানকে। মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন বরিশাল র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মেজর সোহেল রানা। 

আটককৃত মোঃ মহসিন মিয়া (৪৫) উপজেলার সদরের মোঃ আমজাদ হোসেনের ছেলে ও মেহেদী হাসান (২৫) উপজেলার বহেড়াতলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে। এদেরকে ১ লক্ষ ৫০ হাজার টাকা করে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। তাদের হেফাজতে থাকা তিনটি গোডাইন থেকে মজুদকৃত এসব অবৈধ পলিথিন উদ্ধার করা হয়। 

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, র‌্যাব-৮ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার বহেরাতলা এলাকায় বিপুল পরিমাণ সরকার কর্তৃক নিষিদ্ধ পলিথিন মজুদ রয়েছে। এ সংবাদের সত্যতা যাচাই ও দোষী ব্যাক্তিদের আইনের আওতায় নিয়ে আসতে সিপিএসসি, র‌্যাব-৮, পরিবেশ অধিদপ্তর এবং উপজেলা প্রশাসন এর যৌথ অভিযান পরিচালনা করে উপজেলার বহেরাতলা এলাকায় সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত অবৈধ পলিথিন মজুদ ও ক্রয়-বিক্রয়ের অপরাধে দুজনকে আটক করে জরিমানা করা হয়। 

এ বিষয় র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক মেজর সোহেল রানা জানান, গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে। বর্তমানে কিছু অসাধু ব্যবসায়ীরা দেশের বিভিন্ন এলাকায় নিষিদ্ধ পলিথিন মজুদ, সংরক্ষণ ও বিভিন্ন প্রকারের ব্যাগ তৈরি করে বাজারজাত করে আসছে, এতে করে পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে। 

মেজর সোহেল রানা আরও জানান, গোপন সংবাদের প্রেক্ষিতে যৌথ বাহিনীর অভিযানে মঠবাড়িয়ায় নিষিদ্ধ পলিথিন মজুদের অভিযোগে দুজনকে আটককরে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। দন্ডপ্রাপ্ত ব্যক্তিদের পরিবেশ সংরক্ষণ আইনে মামলা দিয়ে অর্থদন্ড আদায় ও পূণরায় এ ধরণের কর্মকান্ড না করার জন্য নির্দেশ প্রদান করে ছেড়ে দেওয়া হয়। র‌্যাবের এ ধরণের অভিযানে স্থানীয় বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মানুষ সাধুবাদ ব্যক্ত করেন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এই কর্মকর্তা।

এসআই

Wordbridge School
Link copied!