• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

লক্ষ্মীপুরে হত্যা মামলায় আওয়ামীপন্থি ২ আইনজীবী কারাগারে 


লক্ষ্মীপুর প্রতিনিধি ফেব্রুয়ারি ৩, ২০২৫, ০৭:৩৩ পিএম
লক্ষ্মীপুরে হত্যা মামলায় আওয়ামীপন্থি ২ আইনজীবী কারাগারে 

লক্ষ্মীপুর: বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় আওয়ামীপন্থি আইনজীবী নুরুল হুদা পাটওয়ারী ও জহির উদ্দিন বাবরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

সোমবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল সদর আদালতের বিচারক আবু সুফিয়ান মোহাম্মদ নোমান তাদেরকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

কোর্ট পুলিশের পরিদর্শক এমএ জলিল সোনালীনিউজকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, হত্যা মামলায় দুই আইনজীবীকে আদালতে হাজির করা হয়। আইনজীবীরা তাদের জামিন চেয়েছেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাদেরকে কারাগারে পাঠানো হয়। 

পুলিশ জানায়, সোমবার সকালে নুরুল হুদাকে শহরের ঝুমুর এলাকার বাসার সামনে থেকে ও বাবরকে আদালতের সামনে থেকে আটক করা হয়। শিক্ষার্থী আফনান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুর পৌনে ১টার দিকে তাদেরকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি অঞ্চল সদর আদালতে সোপর্দ করে পুলিশ। 

গ্রেপ্তার নুরুল হুদা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এবং বাবর জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (পিপি) ও লক্ষ্মীপুর পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

পুলিশসহ স্থানীয়রা জানান, বাবর সকালে আদালতে আছেন। পরে তিনি আদালত থেকে বের হলে গ্রেপ্তার করে পুলিশ। নুরুল হুদা আদালতে আসার জন্য ঝুমুর এলাকার বাসা থেকে বের হন। পরে পুলিশ সেখান থেকে তাকে গ্রেপ্তাত করে। তাদের দুইজনকে গত ৪ আগস্ট শিক্ষার্থী সাদ আল আফনান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। তবে তারা মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন না। অজ্ঞাত আসামিদের তালিকায় তাদের গ্রেপ্তার দেখিয়েছে। 

এদিকে নুরুল হুদা ও বাবরের ঘটনায় আওয়ামীপন্থি অন্য আইনজীবীদের মধ্যে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই আদালত থেকে চলে গেছেন বলে জানা গেছে। 

লক্ষ্মীপুর সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মোন্নাফ সোনালীনিউজকে বলেন, দুই আইনজীবীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে হত্যা মামলায় আদালতে সোপর্দ করা হয়। আদালত তাদেরকে কারাগারে পাঠিয়েছেন। 

এআর

Wordbridge School
Link copied!