• ঢাকা
  • বুধবার, ১৯ মার্চ, ২০২৫, ৫ চৈত্র ১৪৩০
মুজিবুর রহমান

৫৪ বছরে কোনো সরকারই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি


ঝালকাঠি প্রতিনিধি ফেব্রুয়ারি ১৫, ২০২৫, ০৫:৩৯ পিএম
৫৪ বছরে কোনো সরকারই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি

ঝালকাঠি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, দীর্ঘ ৫৪ বছরে দেশের যত সরকার এসেছে তারা কেউই দেশে শান্তি প্রতিষ্ঠা করতে পারেননি। 

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকালে ঝালকাঠি জেলা জামায়াত ইসলামীর সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা আন্দোলন করে জালেমকে তাড়াতে পেরেছি কিন্তু জুলুমকে তাড়াতে পারিনি। এখনো দেশের মানুষের সাথে একটি গোষ্ঠী জুলুম করছে। এই জুলুমকে তাড়াতে হলে দেশে ইসলামী রাষ্ট্র কায়েম করতে হবে।

তিনি আরও বলেন, দেশে ইসলামী আইন কায়েম করতে হলে আগামী নির্বাচনে ইসলামিক দলগুলোকে ভোট দিতে হবে।

জেলা জামায়ত আমির অ্যাড. হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারি সেক্রেটারি জেনারেল মুয়াযম হোসাইন হেলাল ও কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য জহির উদ্দিন মোহাম্মদ বাবর।

কর্মী সম্মেলনে অন্যান্য মধ্যে মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় জাময়াত নেতা ফকরুদ্দিন খান রাজি, মোহাম্মদ আব্দুল জব্বার, লস্কর মোহাম্মদ তসলিম ও শেখ নেয়ামুল করিম।

২২ বছর পর প্রকাশ্যে অনুষ্ঠিত হওয়া এই কর্মী সম্মেলনে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।  

এমটিআই

Wordbridge School
Link copied!