কুড়িগ্রাম: ফুলবাড়িতে সীমান্ত অতিক্রম করে বিএসএফ সদস্যদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের ঘটনায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
১৫ ফেব্রুয়ারি শনিবার উপজলার গোড়কমন্ডল সীমান্তে দুপুর ১টা থেকে প্রায় ঘন্টাব্যাপি এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলমের নেতৃত্বে ১৫ সদস্যদের প্রতিনিধি দল এবং বিএসএফ এর কমরেড অমিত কুমারের নেতৃত্বে ১০ সদস্যদের বিএসএফ এর প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন।
বৈঠকে বিএসএফ সদস্যদের সীমানা অতিক্রম করে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের ঘটনায় কড়া প্রতিবাদ জানায় বিজিবি।
এসময় সীমানা অতিক্রমের জন্য দুঃখ প্রকাশ করে বিএসএফ এর প্রতিনিধি দল। পাশাপাশি সীমানা অতিক্রম করে বাংলাদেশে প্রবেশকারী বিএএসএফ সদস্যদের বিরুদ্ধে বাহিনীর প্রচলিত আইন অনুযায়ী বিচারের আশ্বাস দিয়েছেন কমরেড অমিত কুমার।
পতাকা বৈঠক শেষে সীমানা অতিক্রম করে বিএসএফ সদস্যদের বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের এলাকা পরিদর্শন করেন লে. কর্নেল শাহ্ মো. শাকিল আলম।
এসময় তিনি স্থানীয়দের নির্ভয়ে সীমান্তে বসবাসের কথা বলেন। এবং যে কোন পরিস্থিতিতে বিজিবি স্থানীয়দের পাশে থাকবেন বলে আশ্বাস দেন।
উল্লেখ্য, গত শুক্রবার বিকেলে ভারতের ১৩৮ নারায়ণগঞ্জ বিএসএফ ক্যাম্পের সদস্যরা গোড়কমন্ডল সীমান্ত দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করে।
এসময় বাংলাদেশিরা তাদের বাধা দিলে বিএসএফ সদস্যরা উত্তেজিত হয়ে তাদের মারধর করে। পরে গ্রামবাসী জড়ো হয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া দিলে তারা পালিয়ে যায়।
এআর