• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

উজিরপুরে জয়শ্রী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড


বরিশাল প্রতিনিধি ফেব্রুয়ারি ১৯, ২০২৫, ১১:৫৮ এএম
উজিরপুরে জয়শ্রী বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

ছবি : প্রতিনিধি

বরিশাল: বরিশালের ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার জয়শ্রী বাজারে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) দিবাগত রাত একটার দিকে একটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বাজারের দোকানপাট এবং অন্যান্য স্থাপনায় আগুন ছড়িয়ে পড়লে মুহূর্তেই তা ভয়াবহ রূপ নেয়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বিভিন্ন ইউনিট। 

ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের গৌরনদী স্টেশনের স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করি। আমাদের সঙ্গে উজিরপুরসহ আরো বেশ কয়েকটি ইউনিট কাজ করছে। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে আনার পরই আমরা বিস্তারিত তথ্য দিতে পারব।

স্থানীয়রা জানিয়েছেন, বাজারের দোকানপাট ও ঘরবাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীদের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করছেন। এই ঘটনায় বাজারের ব্যবসায়ীদের মধ্যে চরম আতঙ্ক এবং হতাশা বিরাজ করছে। অনেকে তাদের জীবনের সবকিছু হারানোর শঙ্কায় রয়েছেন।

স্থানীয় বাসিন্দা এবং বাজার কমিটির সভাপতি মো. জাকির হোসেন বলেন, এই বাজারটি আমাদের জীবিকার প্রধান উৎস। আগুনে দোকানপাট পুড়ে যাওয়ায় অনেকেই সর্বস্ব হারিয়েছেন। সরকারের পক্ষ থেকে দ্রুত সহায়তার দাবি জানাচ্ছি।

বরিশাল উজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করেছি। ফায়ার সার্ভিসের সদস্যদের সঙ্গে স্থানীয় বাসিন্দারা অত্যন্ত সাহসিকতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন। অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে তদন্ত চলছে। বাজারের ব্যবসায়ীদের জন্য এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, এবং ক্ষতিগ্রস্তদের পাশে থেকে যথাসম্ভব সহায়তা করা হবে।

এসআই

Wordbridge School
Link copied!