• ঢাকা
  • সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ২৯ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৮


কুমিল্লা প্রতিনিধি এপ্রিল ২১, ২০২৫, ০৬:১৬ পিএম
কুমিল্লায় স্বেচ্ছাসেবক লীগের ঝটিকা মিছিল, গ্রেফতার ৮

কুমিল্লা: নগরীতে ঝটিকা মিছিল করেছেন আওয়ামী লীগের অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক লীগের নেতা-কর্মীরা। এই ঘটনায় সোমবার সকালে পুলিশের বিশেষ অভিযানে নগরীর বিভিন্ন স্থান থেকে ৮জন গ্রেফতার করা হয়।

এদিকে সোমবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নগরীর শাসনগাছা এলাকায় ‘বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ, মহানগর শাখা’র  হঠাৎ করেই এই মিছিল বের হয়।

গ্রেফতারকৃতরা হলেন, গ্রেপ্তারকৃতরা হলো, কোতোয়ালী থানা এলাকার মৃত আলী আশরাফের ছেলে মো. আরিফ মোঘলটুলী এলাকার আব্দুল মান্নান মিয়ার ছেলে আব্দুল হান্নান প্রকাশ আদি কোতয়ালি থানা এলাকার কালির বাজার ইউনিয়নের রাইচৌ গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মো. কবির হোসেন ছোটরা গ্রামের মৃত আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে একেএম মনিরুজ্জামান ভূইয়া প্রকাশ কিশোর, বরুডা থানার জলম গ্রামের মিজানুর রহমানের ছেলে মো. আরিফুল ইসলাম, বুড়িচং উপজেলার বানতির গ্রামের আবুল হাশেমের ছেলে জাহিদুল হাসান রিমন, দেবিদ্বার উপজেলার চাপানগর গ্রামের  বলাই সাহার ছেলে পিয়েল চন্দ্র সাহা, কোতয়ালী থানা এলাকার ৫ নং ওয়ার্ড, যুগ্ম সাধারণ সম্পাদক ও তৈলকুপি গ্রামের ফজলু মিয়ার ছেলে ডাক্তার মোস্তফা। 

গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পদত্যাগের পর থেকে কুমিল্লায় এটি ছিল দলটির প্রথম প্রকাশ্য কর্মসূচি। মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, মধ্যরাতে একদল ব্যক্তি  শাসনগাছা এলাকায় স্লোগান দিতে দিতে এগিয়ে যাচ্ছেন।  এ সময় মিছিলকারীরা 'শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই', 'শেখ হাসিনার সরকার, বারবার দরকার', 'শেখ হাসিনা ফিরবে আবার বীরের বেশে'- এমন নানা স্লোগান দেন।

ঘটনার পর কুমিল্লা জেলা পুলিশের একাধিক সূত্র জানিয়েছে, মিছিলের ভিডিও ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তে কাজ চলছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মহানগর স্বেচ্ছাসেবক লীগের এক নেতা বলেন, দলীয় নির্দেশ ছিল মিছিলে যেন পরিচিত কেউ না থাকে। তাই মহানগরে ওয়ার্ড পর্যায়ের অপেক্ষাকৃত অপরিচিত কর্মীদের দিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

কোতয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহিনুল  ইসলাম বলেন, গ্রেফতারকৃতরা আওয়ামী লীগ ও যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত। রোববার মধ্যরাতে তারা নগরীর শাসনগাছায় এলাকায় মিছিল করেছে। এসময় তারা নাশকতার চেষ্টা চালায়। 

এআর

Wordbridge School
Link copied!