• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরগুনায় জেলের জালে আড়াই কেজির ইলিশ, বিক্রি হলো ১৫ হাজারে


বরগুনা প্রতিনিধি :  এপ্রিল ২৫, ২০২৫, ০৩:০৬ পিএম
বরগুনায় জেলের জালে আড়াই কেজির ইলিশ, বিক্রি হলো ১৫ হাজারে

বরগুনা: বরগুনার সাগর মোহনায় বলেশ্বর নদীতে জেলের জালে ধরা পড়েছে আড়াই কেজি ওজনের রাজা ইলিশ। পাথরঘাটা বিএফডিসি মার্কেটে খোলা ডাকে দুই লক্ষ বিশ হাজার টাকা মণ দরে মাছটি বিক্রি হয়েছে। 

জানা গেছে, শুক্রবার ভোররাতে জোয়ারের সময় পাথরঘাটার জেলেরা মাছ ধরতে যায়। জালটানা শেষ হলে এক জেলের জালে ধরা পড়ে রাজা ইলিশ মাছটি। সকলা আটটার সময় মাছটি পাথরঘাটা বিএফডিসি মার্কেটে নিয়ে আসে বিক্রির জন্য।

পাথরঘাটা বিএফডিসি মার্কেটের মোস্তফা আলমের ফিসিং এন্ড মার্চেন্ট আড়ৎ নিয়ে আসলে দুই লক্ষ বিশ হাজার টাকা দরে খোলা ডাকে স্হানীয় পাইকার হানিফ মিয়া মাছটি কিনে নেন। 

হানিফ পাইকার জানান মাছটি নদীর রাজা ইলিশ মাছ। বলেশ্বর নদীর মাছ অন্যান্য নদীর মাছের চেয়ে খেতে স্বাদ বেশি। এই নদীর মাছ দেখতে সাদা রং ও স্বচ্ছ দেখায়। এটি মূলত রূপালী ইলিশ মাছ। সর্বোচ্চ ডাকে মাছটি প্রায় পনের হাজার টাকায় ক্রয় করি। 

আইএ

Wordbridge School
Link copied!