• ঢাকা
  • শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

পটুয়াখালীর তাপবিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে


পটুয়াখালী প্রতিনিধি এপ্রিল ২৮, ২০২৫, ০৯:১২ এএম
পটুয়াখালীর তাপবিদ্যুৎ কেন্দ্রের আগুন নিয়ন্ত্রণে

ফাইল ছবি

পটুয়াখালী: পটুয়াখালীর কলাপাড়ার আরএনপিএল ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্রে আগুন লেগেছে।  রোববার (২৭ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে এ অগ্নিকাণ্ড ঘটে।  

আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের কলাপাড়া ও আমতলী ও বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের তিনটি ইউনিট, যা ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে। 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, আরএনসিএল বিদ্যুৎ কেন্দ্রের স্ক্র্যাপে আগুন লেগেছে।  আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে। 

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, বিদ্যুৎ কেন্দ্রের ভেতরে না, বাহিরের পরিত্যক্ত স্ক্র্যাপে আগুন লেগেছে।  আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস ও স্থানীয়রা কাজ করছে।

তবে আগুন কীভাবে লেগেছে তা এখনো জানা যায়নি। আগুন লাগার কারণ জানতে তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি। 

এসআই

Wordbridge School
Link copied!