• ঢাকা
  • শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ৩ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

হিলিতে সুখি ও তার স্বামী সহ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ


হিলি (দিনাজপুর) প্রতিনিধি মে ৬, ২০২৫, ০৪:২৮ পিএম
হিলিতে সুখি ও তার স্বামী সহ সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ

দিনাজপুর: দিনাজপুরের হিলিতে মাদক ব্যবসায়ী ও অসামাজিক কার্যকলাপে জড়িত সুখি, তার স্বামীসহ সন্ত্রাসীদের শাস্তি এবং গ্রেপ্তারের দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৬ মে) দুপুরে গ্রামবাসীরা মাঠপাড়া থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে চারমাথায় এসে মানববন্ধন করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে গ্রামের নারী, পুরুষ সহ বিভিন্ন পেশার মানুষেরা অংশ নেয়।

মানববন্ধনে গ্রামবাসী মহব্বত আলী, সুরমা বেগম, সবুজ, সিরাজুল, আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, সুখী, তার স্বামী ফারুক দীর্ঘদিন ধরে গ্রামে মাদক ব্যবসা ও পাচারে জড়িত। তাদের কারণে এলাকার যুব সমাজ বিপথগামী হচ্ছে। মাদকের পাশাপাশি তারা অসামাজিক কার্যকলাপে লিপ্ত। তাদের এসব অপকর্মের প্রতিবাদ করলে গ্রামবাসীকে মিথ্যা মামলা সহ বিভিন্ন হুমকি দেওয়া হয়। সম্প্রতি জিয়া নামে একব্যক্তি সুখি ও তার স্বামী ফারুকের অপকর্মের প্রতিবাদ করে। এসময় জিয়াকে সুখি, ফারুকের নেতৃত্বে সন্ত্রাসীরা খুনের উদ্দেশ্য চাকু দিয়ে মারাত্মক জখম করে। বর্তমানে ওই ব্যক্তি দিনাজপুর মেডিকেলে মৃত্যু শয্যায় রয়েছে। পুলিশ সব জানে। কিন্তু তাদের গ্রেপ্তার করে না।

তারা আরও অভিযোগ করেন, জিয়াকে চাকু মারার ঘটনায় সন্ত্রাসী ইনসাফ আলীকে চাকু সহ ধরে থানায় সৌপর্দ করা হয়েছিল। কিন্তু তাকে ছেড়ে দেওয়া হয়। আমরা থানায় মামলা দিয়েছি। পুলিশ মামলা নিতে গড়িমসি করছে। তাই গ্রামবাসী এসব অপরাধীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করতে বাধ্য হয়েছে। আগামীতে আরও কর্মসুচি দেওয়া হবে বলেও জানানো হয়।

এদিকে বিক্ষোভ মিছিলটি সিপি রোড, বাজার রোড প্রদক্ষিণ করে মাঠপাড়া গিয়ে শেষ হয়।

আইএ

Wordbridge School
Link copied!