• ঢাকা
  • সোমবার, ২৩ জুন, ২০২৫, ৯ আষাঢ় ১৪৩২

পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা রবিন ঢাকায় গ্রেফতার


বরিশাল প্রতিনিধি মে ১৫, ২০২৫, ০৩:৫৮ পিএম
পালিয়ে যাওয়া ছাত্রলীগ নেতা রবিন ঢাকায় গ্রেফতার

বরিশাল: সদর উপজেলার ছাত্রলীগ নেতা খালেদ খান রবিনকে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে পুনরায় গ্রেফতার করেছে বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার ভোর রাতে তাকে আটক করা হয়।

খালেদ খান রবিন বরিশাল সদর উপজেলার ৭ নম্বর চরকাউয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ইউনিয়ন সভাপতি প্রার্থী ছিলেন। ৫ আগস্টের পর বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ওই সংগঠনের পক্ষে স্ট্যাটাস ও প্রোপাগান্ডা ছড়াতে দেখা যায় তাকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিনকে গতকাল জনতা গণধোলাই দিয়ে পুলিশের হাতে তুলে দেয়। পরে পুলিশ তাকে চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে কৌশলে পালিয়ে যায় সে। এরপর থেকেই তাকে ধরতে তৎপর হয় গোয়েন্দা সংস্থা, এবং অবশেষে ঢাকায় অবস্থান নিশ্চিত করে অভিযান চালিয়ে তাকে আটক করে।

বরিশাল মহানগর গোয়েন্দা পুলিশের এক কর্মকর্তা জানান, রবিনের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমে জড়িত থাকা, উসকানিমূলক প্রচার এবং পুলিশি হেফাজত থেকে পালানোর মতো গুরুতর অভিযোগ রয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পর আদালতে সোপর্দ করা হবে।

এআর

Wordbridge School
Link copied!