• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চাকরি স্থায়ী করার আশ্বাসে রেলকর্মীকে ধর্ষণ, শাস্তি চেয়ে সংবাদ সম্মেলন


নীলফামারী প্রতিনিধি   জুন ১৭, ২০২৫, ০৯:৩২ পিএম
চাকরি স্থায়ী করার আশ্বাসে রেলকর্মীকে ধর্ষণ, শাস্তি চেয়ে সংবাদ সম্মেলন

নীলফামারী : ধর্ষণের বিচার চেয়ে নীলফামারীতে সংবাদ সম্মেলন করেছেন সৈয়দপুর রেলকারখানার অস্থায়ী ভিত্তিতে চাকরি করা এক অফিস সহকারী। তিনি সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়া এলাকার বাসিন্দা।

মঙ্গলবার (১৭ জুন) দুপুরে নীলফামারী প্রেসক্লাবে লিখিত বক্তব্যে ওই নারী জানান, চাকরির সুবাদে সামাজিক যোগাযোগ মাধ্যম পরিচয় হয় রেলের উর্ধ্বতন কর্মকর্তা মাগুড়া জেলার বাসিন্দা আনসার আলীর সাথে। 

তিনি মোহাম্মদপুর চরপাটুরিয়া এলাকার সফিজ উদ্দিন শেখের ছেলে। সংবাদ সম্মেলনে ধর্ষণের শিকার ওই নারী অভিযোগ করেন, আমার চাকরি স্থায়ী করণ এবং আমাকে বিয়ের আশ্বাস দিয়ে কয়েক দফায় ধর্ষণ করেন।

এনিয়ে একটি মামলা সৈয়দপুর থানায় দেয়া হয়েছে এবং লিখিত অভিযোগ রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ফইম উদ্দিন জানান, মামলার বাদীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। মামলাটি তদন্তাধীন অবস্থায় রয়েছে। দ্রুত আদালতে চার্জশীট প্রদান করা হবে।

তবে ধর্ষণের শিকার নারীর অভিযোগ নিয়ে জানতে চাইলে রেল কর্মকর্তা আনসার আলীর সাথে কয়েকদফায়
যোগাযোগ করা হলেও তাকে পাওয়া যায়নি।

এআর

Wordbridge School
Link copied!