• ঢাকা
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

ইমামদের চাকরি জাতীয়করণ করতে হবে: মাসুদ সাঈদী 


পিরোজপুর প্রতিনিধি জুলাই ৬, ২০২৫, ০৮:২১ পিএম
ইমামদের চাকরি জাতীয়করণ করতে হবে: মাসুদ সাঈদী 

পিরোজপুর: ইমাম কোনো পেশার নাম নয়। ইমাম দায়িত্ব পেয়েছেন আল্লাহর পক্ষ থেকে। ইমামদের মানুষ যেভাবে সম্মান করে, রাজনৈতিক নেতাদের সেভাবে সম্মান করে না। ইমামরা নেতা কিন্তু অধিকাংশ ইমামকেই অনুসরণ করে না। কারণ বর্তমান ইমামরা ইমামতিকে সেবা না মনে করে চাকরি হিসেবে নিয়েছে। 

ইমামরা সমাজ বিনির্মাণে ভূমিকা অনেক পালন করতে পারেন।  সমাজের মানুষ যদি ইমামদের কাছে সালিশের জন্য যেত তাহলে কোরআন সুন্নাহ অনুযায়ী সমাজ প্রতিষ্ঠা হত। শাসন দিয়ে মানুষকে নিয়ন্ত্রন করা যায় না, মানুষের অনুভূতি জাগ্রত করার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে পারলে সমাজ থেকে সমস্যা দূর হয়ে যেত।

রবিবার (৬ জুলাই) বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি পিরোজপুর জেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ষান্মাসিক সম্মেলনে সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী এসব কথা বলেন। 

তিনি বলেন, মসজিদের সভাপতি হয় রাজনৈতিক ব্যাক্তিরা। এটা করে তারা তাদের একটি অবস্থান তৈরি করার জন্য। এই সভাপতি পদে বসা ব্যক্তিরা যেহেতু কুরআন হাদিস জানে না, ফলে তারা সভাপতি চেয়ারে বসে মসজিদে কোরআন হাদিস ভিত্তিক আলোচনার বিরোধিতা করে। 

মাসুদ সাঈদী বলেন, ৫ই আগস্টের পরে অন্তর্বর্তী সরকার ইমামদেরকে ১২ হাজার টাকা ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু অদৃশ্য কারণে আজও সেই ভাতা চালু হয় নাই। তিনি বলেন, আমরা এই সম্মেলন থেকে সরকারকে জানিয়ে দিতে চাই, শুধু ভাতা নয় ইমামদের চাকরি জাতীয়করণ করতে হবে। 

প্রধান আলোচকের বক্তব্যে বরিশাল বিভাগীয় সভাপতি মাওলানা আব্দুল হাই নিজামী বলেন, ইমামদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি বলেন, ইমামরা মসজিদের ভিতরে সকল দল মতের মানুষকে ঐক্যবদ্ধ রাখেন। যেটা রাজনৈতিক সরকারও পারে না। সুতরাং ইমামরা যদি ইমামের যথাযথ দায়িত্ব পালন করে তাহলে সমাজের জন্য অনেক কিছুই করতে পারেন। 

তিনি বলেন, কওমিয়া আলেমরাও কোরআন হাদিস পড়ে আলিয়ার আলেমরাও কোরআন হাদিস পড়ে। একই কোরআন হাদিস পড়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারলে তবেই সমাজে পরিবর্তন আসবে। তিনি বলেন, অনেকেই রাজনীতি করাকে তাকওয়া পরিপন্থী মনে করেন। তিনি প্রশ্ন রাখেন, রাজনীতি করা যদি তাকওয়া পরিপন্থি হয়, তাহলে আল্লাহর রাসূল (সাঃ) আবু বকর (রাঃ) ওমর (রাঃ) কিভাবে তাকওয়া রক্ষা করে রাষ্ট্র পরিচালনা করলেন?

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ বক্তব্য রাখেন। তিনি সমাজে বসবাসরত মানুষের নৈতিক শুদ্ধতা, সমাজ গঠন, আগামীর প্রজন্মকে আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তোলা, নারীদের অধিকার প্রতিষ্ঠা করা, সমাজ থেকে মাদক দূরীকরণ, খাদ্যে ভেজাল,  বাল্যবিবাহ বন্ধ করাসহ সমাজ গঠনমূলক জোরালো বক্তব্য রাখার আহ্বান জানান। 

মাওলানা জাকির হোসাইন এর সঞ্চালনায় মুফতি মাওলানা আব্দুল হালিম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এছাড়া অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় ইমাম সমিতি পিরোজপুর জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যক্ষ তাফাজ্জল হোসাইন ফরিদ, অধ্যক্ষ জহিরুল হক, বিভাগীয় সেক্রেটারি মাওলানা আবদুল্লাহ আল মামুন, অধ্যক্ষ জহিরুল হক, ডঃ আব্দুল্লাহিল মাহমুদ প্রমুখ। সকল উপজেলা প্রতিনিধিরাও সভায় বক্তব্য রাখেন।

এআর

Wordbridge School
Link copied!