• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

চুয়াডাঙ্গায় বাল্যবিবাহের দায়ে কনের পিতাকে অর্থদণ্ড


চুয়াডাঙ্গা প্রতিনিধি  জুলাই ২১, ২০২৫, ০৯:৫৮ পিএম
চুয়াডাঙ্গায় বাল্যবিবাহের দায়ে কনের পিতাকে অর্থদণ্ড

চুয়াডাঙ্গা: জীবননগর উপজেলায় বাল্যবিয়ের আয়োজন করায় কনের পিতাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। 

সোমবার (২১ জুলাই) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা এই অর্থদণ্ড করেন। 

জানা গেছে, জীবননগর উপজেলার রায়পুর ইউনিয়নের বালিহুদা গ্রামের পূর্ব পাড়ায় সোমবার দুপুরে আবুল কাশেমের নিজ বাড়িতে তার অপ্রাপ্তবয়স্ক মেয়ে জুই আক্তারের (১৫) বিয়ের আয়োজন চলছিলো। 

খবর পেয়ে জীবননগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা ঘটনাস্থলে উপস্থিত হয়। এসময় অপ্রাপ্তবয়স্ক মেয়ের বিয়ের আয়োজন করার অপরাধে ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিচারক কনের পিতাকে নগদ ১০ টাকা জরিমানা করেন।

এছাড়াও নির্ধারিত বয়সের পূর্বে মেয়েকে বিয়ে দেবেন না এই মর্মে মুচলেকা দেন কনের বাবা।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, বাল্যবিয়ে সামাজিক একটি ব্যাধি। 

বিশেষ করে বাল্যবিয়ের কারণে অকালে মৃত্যুবরণ করতে হচ্ছে কিশোরীদের। তাই সমাজ থেকে বাল্যবিয়ে দূর করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এজন্য সকলের সহযোগিতা প্রয়োজন। এছাড়াও বাল্যবিয়ে প্রতিরোধে ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এআর

Wordbridge School
Link copied!