• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

আসিফ মাহমুদ মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন : নাছির উদ্দীন


কুমিল্লা প্রতিনিধি  আগস্ট ৪, ২০২৫, ০৫:১২ পিএম
আসিফ মাহমুদ মুরাদনগরে মাফিয়াতন্ত্র কায়েম করেছেন : নাছির উদ্দীন

ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, কুমিল্লার মুরাদনগরে এক ধরনের মাফিয়াতন্ত্র কায়েম করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।

সোমবার (৪ আগস্ট) দুপুরে মুরাদনগর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম মাহমুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের ১৩ নেতাকর্মীকে কুমিল্লা জেলখানায় দেখতে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

নাছির উদ্দীন বলেন, পুরো বাংলাদেশ ইতিবাচক রাজনীতিতে থাকলেও কুমিল্লার মুরাদনগর ইতিবাচক রাজনীতিতে নেই। এখানে একজন উপদেষ্টা মাফিয়াতন্ত্র কায়েম করেছে। উনার পছন্দ মতো মুরাদনগরকে পরিচালিত করছেন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক বলেন, মুরাদনগরে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের ১৩ জন নেতাকর্মী কারাগারে রয়েছেন। আমাদের মুরাদনগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম মহাসচিব নাজিম উদ্দীন, তাকে গ্রেপ্তারের সংবাদ শুনে তার মা হার্ট অ্যাটাকে মৃত্যুবরণ করেছেন। 

এ সময় কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু, সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা মহানগর, দক্ষিণ জেলা, উত্তর জেলাসহ বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পিএস

Wordbridge School
Link copied!