• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

বরগুনায় হাতকড়া খুলে পালানো আসামি গ্রেপ্তার 


বরগুনা প্রতিনিধি:  আগস্ট ৪, ২০২৫, ০৭:৫২ পিএম
বরগুনায় হাতকড়া খুলে পালানো আসামি গ্রেপ্তার 

বরগুনা : বরগুনার জজ কোর্ট চত্বর থেকে কারাগারে নেয়ার উদ্দেশ্যে প্রিজন ভ্যানে ওঠানোর সময় হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আলা আমিনকে গ্রেপ্তার করা হয়েছে। বরগুনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

সোমবার (৪ আগষ্ট) সন্ধ্যা ৬টার দিকে বরগুনা সদর ইউনিয়নের গ্রামীণ ব্যাংক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বরগুনা সদর থানা পুলিশের একটি দল। এর আগে র‍্যাব পটুয়াখালী -৮ এর টিম ও পুলিশের যৌথ টিম আসামি আলামিনকে গ্রেপ্তার করতে গ্রামের বাড়ি ঢলুয়া ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। 

বরগুনা সদর থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায় উপ পরিদর্শক সোহেল রানার নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে আসামি আল আমিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

উল্লেখ্য, ২০১৮ সালের দায়ের হওয়া পারিবারিক ডিক্রি মোকদ্দমায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় আসামি আলামিনের বিরুদ্ধে। বরগুনা সদর থানা পুলিশ আল আমিনকে গ্রেপ্তার করে রোববার (৩ আগষ্ট) আদালতে প্রেরণ করলে বরগুনা সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক কারাগারে প্রেরণের নির্দেশ প্রদান করে। বরগুনা জজ কোর্টর হাজতখানা থেকে আলা আমিনকে কারাগারে নেয়ার উদ্দেশ্য হাতকড়া পড়িয়ে প্রিজন ভ্যানে তোলার উদ্দেশ্য নিয়ে যায়। এসময় আলা আমিন সুকৌশলে তার হাত চিকন থাকায় হাতকড়া খুলে পালিয়ে যায়। 

এ ব্যাপারে বরগুনা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াকুব হোসাইন বলেন, হাতকড়া খুলে পালিয়ে যাওয়া আসামিকে গ্রেপ্তার করতে র‍্যাব পটুয়াখালী - ৮ এর দল ও সদর থানা পুলিশের দল দিনভর অভিযান চালায়। আজ সন্ধ্যায় তাকে বরগুনা সদর থানা পুলিশের উপ পরিদর্শক সোহেল রানা তথ্য প্রযুক্তির সহায়তা তাকে ক্রোক গ্রামীণ ব্যাংক এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পিএস

Wordbridge School
Link copied!