ঢাকা: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া মৎস্য আড়তে পদ্মা নদীর ১৫ কেজি ওজনের একটি রুই মাছ ৪৯ হাজার ৫০০ টাকায় এবং ১২ কেজি ও ৭ কেজি ওজনের দুটি চিতল মাছ মোট ৩৯ হাজার ৩০০ টাকায় বিক্রি হয়েছে।
শনিবার (৯ আগস্ট) ভোরে আড়তদার দুলাল চালাকের ছেলে রেজাউল চালাকের আড়ত ও দেলোয়ারের আড়তে উন্মুক্ত নিলামে মাছগুলো কিনে নেন স্থানীয় ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ।
স্থানীয় সূত্র জানায়, প্রতিদিন ভোরে দৌলতদিয়া বাস টার্মিনালের পাশে বসে তাজা মাছের আড়ত। জেলেরা নদী থেকে ধরা মাছ বিক্রির জন্য এখানে নিয়ে আসেন। ওইদিন ভোরে এক জেলে ১৫ কেজি ওজনের বিশাল রুই রেজাউলের আড়তে আনেন। নিলামে উঠলে ৩ হাজার ৩০০ টাকা কেজি দরে সর্বোচ্চ দর দিয়ে সম্রাট শাহজাহান মাছটি কিনে নেন।
এছাড়া দেলোয়ারের আড়তে উঠানো ১২ কেজি ওজনের চিতল মাছ ২ হাজার ৪০০ টাকা কেজি দরে ২৮ হাজার ৮০০ টাকায় এবং ৭ কেজি ওজনের চিতল মাছ ১০ হাজার ৫০০ টাকায় একই ব্যবসায়ী ক্রয় করেন।
মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, “পদ্মার রুইয়ের আলাদা চাহিদা আছে। বড় সাইজের রুই সচরাচর মেলে না। আজ ভোরে ১৫ কেজির রুই পেয়ে ৪৯ হাজার ৫০০ টাকায় কিনেছি। পাশাপাশি দুটি চিতলও ৩৯ হাজার ৩০০ টাকায় নিয়েছি। সামান্য লাভ রেখে এগুলো বিক্রি করব।”
জেলা মৎস্য কর্মকর্তা মো. নাজমুল হুদা জানান, সাম্প্রতিক সময়ে পদ্মায় জেলেদের জালে বড় আকারের মাছ ধরা পড়ছে, যা তাদের আয় বৃদ্ধিতে সহায়ক হচ্ছে।
ওএফ







































