• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ১ পৌষ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

সেনবাগে ১৪০ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি পরীক্ষার সনদপত্র ও পুরস্কার বিতরণ


নোয়াখালী প্রতিনিধি  আগস্ট ৯, ২০২৫, ০৮:১৩ পিএম
সেনবাগে ১৪০ জন শিক্ষার্থীর মাঝে বৃত্তি পরীক্ষার সনদপত্র ও পুরস্কার বিতরণ

নোয়াখালী: সেনবাগে প্রথম বারের মতো ফাদার’স এইড জুনিয়র ইসলামিক স্কলার্স ট্যালেন্ট চার্চের উদ্যোগে ১৪০জন শিক্ষার্থীর মাঝে মেধা বৃত্তি পরীক্ষার পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে সেনবাগ উপজেলা মডেল মসজিদে হল রুমে সেনবাগ মাদ্রাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আমিরুজ্জামানের সভাপতিত্বে ও এনায়েতপুর মাদ্রাসার ইংরেজি প্রভাষক মহিউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সনদপত্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টপস্টার গ্রুপের কর্ণধার ও সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লায়ন সৈয়দ হারুন এম.জে.এফ।

এনায়েতপুর রহমতিয়া সিনিয়র মাদ্রসার অধ্যক্ষ ও ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চের চীফ কো-অডিনেটর মাওলানা হাফেজ ছায়েদুল হকের উদ্বোধনী বক্তব্যে মাধ্যমে অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন, কানকিরহাট ফাযীল মাদরাসার অধ্যক্ষ মুফতি গোলাম আযম, ছিলোনিয়া সৈয়দ রুহুল আমিন স্মৃতি একাডেমির সিইও আবদুস সাত্তার সেনবাগ ফাযীল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাকির হোসেন, কল্যান্দী ফয়জুল উলুম মাদরাসার সুপার মাওলানা মো. আখতারুজ্জামান ফয়েজী, মাষ্টার জাহাঙ্গীর আলম, রহিম উল্লাহ চৌধুরী সুজন প্রমুখ বক্তব্য রাখন। 

শেষে দোয়া পরিচালনা করেন কুমিল্লা মৌকরা দরবার শরীফের পীর সাহেব শাহ মোহাম্মদ নেছার উদ্দিন
ওয়ালিউল্লাহি।

শেষে অনুষ্ঠানের অতিথি বৃন্দ উপজেলার মোট ২৬ টি মাদ্রাসার ১৪শ ৩৯; শিক্ষার্থীর মধ্যে সেরা ১০জন সহ ১৪০ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের হাতে সনদ, পুরস্কার ও শিক্ষা সামগ্রী তুলে দেন।

এআর

Wordbridge School
Link copied!