ঢাকা : হঠাৎ অসুস্থ হয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় একটি মাদ্রাসায় দুই আবাসিক ছাত্রীর মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে উপজেলার রাধানগর ইউনিয়নে ডোবার মোড় শেফালী বেগম নূরানি মহিলা হাফিজিয়া মাদ্রাসার দুই ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃত দুই ছাত্রী হলেন- উপজেলার রাধানগর ইউপির লেবুডাঙ্গা গ্রামের তরিকুল ইসলামের মেয়ে তানিয়া খাতুন (১২) এবং বেগপুর গ্রামের সৈবুর রহমানের মেয়ে জামিলা খাতুন (১০)।
মাদ্রাসা কর্তৃপক্ষের বরাতে রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান বলেন, রাতে মাদ্রাসা কক্ষের মেঝেতে ১৩ শিক্ষার্থী একসঙ্গে ঘুমিয়েছিল। রাত দেড়টার দিকে তানিয়া ও জামিলা হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তাদের পেট ব্যাথা ও বমির উপসর্গ ছিল।
তিনি বলেন, তখন মাদ্রাসার এক শিক্ষিকা ওই দুই শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানকার চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন।
গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. আলিম বলেন, “ভোর ৪টার দিকে দুজন ছাত্রীকে নিয়ে আসা হয়। এর মধ্যে জামিলা নামের ছাত্রীটি আগেই মারা যায়। তার শরীরে কোনো ক্ষতচিহ্ন ছিল না।
“তানিয়ার অবস্থা খুবই খারাপ ছিল। তার পায়ের দিকে সামান্য ক্ষত ছিল। চিকিৎসা শুরুর আগেই সে মারা যায়।”
চিকিৎসক বলেন, “বিষক্রিয়ায় মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্ত হলে প্রকৃত কারণ জানা যাবে।”
গোমস্তাপুর থানার ওসি ওয়াদুদ আলম বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের জন্য লাশ দুটি ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
শেফালী বেগম নূরানি মহিলা হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মোহাম্মদ আশরাফ বলেন, “রাত দেড়টার দিকে এক ছাত্রী হঠাৎ করে প্রচণ্ড বমি শুরু করে। তারপর আরও একজনের বমি হয়। তখন পাশে থাকা ছাত্রীরা তাদের স্বাভাবিক করার চেষ্টা করে।
“কিছু পরে তারা বিষয়টি শিক্ষিকাকে জানায়। শিক্ষিকা গিয়ে দুই ছাত্রীর পরিবার এবং মাদ্রাসার পরিচালককে জানান। সঙ্গে সঙ্গে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”
পিএস







































