• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজশাহী মোহনপুরে ঋণের দায়ে কৃষকের আত্মহত্যা


রাজশাহী ব্যুরো আগস্ট ১৮, ২০২৫, ০৯:১৮ পিএম
রাজশাহী মোহনপুরে ঋণের দায়ে কৃষকের আত্মহত্যা

রাজশাহী: আবারো রাজশাহীর মোহনপুর উপজেলার খাড়ইল গ্রামে ঋণের দায়ে আকবর হোসেন (৫০) নামে কৃষকের আত্মহত্যা করেছেন।

তার পিতার নাম লুকমান আলী। আজ সোমবার সকালে নিজ পান বরজ থেকে ওই কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পরিবারের সদস্যরা জানান, আকবর হোসেন বিভিন্ন এনজিওসহ স্থানীয় সুদ ব্যবসায়ীর কাছ থেকে ৬/৭ লাখ টাকা ঋণ নেন। সেই চাপে সোমবার সকাল সাড়ে ৬ টায় নিজ পানবরজে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এর আগে গত শুক্রবার সকালে রাজশাহীর পবা উপজেলার বামনশিকড় এলাকায় ঋণের দায়ে মিনারুল নামের এক কৃষক দুই সন্তান স্বস্ত্রীকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন। এ ঘটনার রেশ না কাটতেই আরো এক কৃষক আত্মহত্যা করেছে।

এআর

Wordbridge School
Link copied!