• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

মা-ছেলেকে বেঁধে ১০ লাখ টাকাসহ স্বর্ণালংকার লুট


ঝালকাঠি প্রতিনিধি  আগস্ট ২০, ২০২৫, ০৭:০৯ পিএম
মা-ছেলেকে বেঁধে ১০ লাখ টাকাসহ স্বর্ণালংকার লুট

ঝালকাঠি : ঝালকাঠির রাজাপুর উপজেলার নারিকেল বাড়িয়া গ্রামে অস্ত্রের মুখে মা ও ছেলেকে বেঁধে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে উপজেলার মোল্লারহাট বাজারসংলগ্ন নারিকেল বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী মো. শোভন মৃধা (২৭) রাজাপুরের বন্ধন ক্ষুদ্র ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি। তিনি জানান, রাত আনুমানিক ২টার দিকে মুরগির ডাকাডাকি শুনে তিনি ও তাঁর মা শামসুন্নাহার শাহিনা ঘরের পিছনের দরজা খুলে বাইরে যান। এসময় দুইজন মুখোশধারী তাঁদের গলায় ছুরি ঠেকিয়ে ঘরের ভেতরে ঢুকিয়ে দেয়। পরবর্তীতে আরও তিনজন ডাকাত ঘরে প্রবেশ করে।

শোভন মৃধা বলেন, “ ডাকতরা ঘরে থাকা নগদ টাকা-পয়সা ও স্বর্ণ তাদের দিতে বলেন। না দিলে আমাদের জবাই করে ফেলার হুমকি দেয়। আমরা ভয়ে আলমারির চাবি দিয়ে দেই। আলমারি খুলে তারা নগদ ১০ লাখ ৫০ হাজার টাকা নগদ এবং দেড় ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। পরে আমাদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে যায়।”

তিনি আরও জানান, হামাগুড়ি দিয়ে পাশের ঘরে গিয়ে চাচির দরজায় ধাক্কা দিলে তিনি দরজা খুলে উদ্ধার করেন। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

রাজাপুর থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। ডাকাতদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পিএস

Wordbridge School
Link copied!