ফরিদপুর: তরুণ প্রজন্মকে ডিভাইস আসক্তি ও মাদকের ক্ষতিকর প্রভাব থেকে দূরে রাখতে ফরিদপুরের আলফাডাঙ্গায় এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় যুবসমাজের উদ্যোগে উপজেলা সদরের আরিফুজ্জামান সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
এতে নগরকান্দা উপজেলা ফুটবল একাদশ ১-০ গোলে আলফাডাঙ্গা উপজেলা ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করেন।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ক্রীড়ানুরাগী তামিম আহমেদ মিলন। এসময় প্রধান অতিথি বলেন, 'তরুণ সমাজকে মাদকমুক্ত ও ডিভাইস আসক্তিমুক্ত রাখতে খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি সুন্দর উপজেলা গঠনে সচেতন ও সুস্থ প্রজন্ম তৈরির বিকল্প নেই। যেমন শিক্ষা জাতি গঠনের অন্যতম উপাদান, তেমনি মাদক ও প্রযুক্তি আসক্তি থেকে রক্ষা পেতে খেলাধুলাও জরুরি।'
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আলফাডাঙ্গা ক্লাবের সাবেক সভাপতি ওমর আলী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী এস এম হাফিজুর রহমান ও উপজেলা এনসিপি নেতা মকবুল গাজী প্রমুখ।
এ বিষয়ে প্রীতি ফুটবল ম্যাচের প্রধান আয়োজক মাসুদ মুন্সি বলেন, 'যুব সমাজকে মাদকের ছোবল থেকে রক্ষা করতে হলে খেলাধুলার চর্চা বাড়াতে হবে। এজন্য ভবিষ্যতে আরও বড় পরিসরে ফুটবল টুর্নামেন্টসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হবে।'
স্থানীয়রা এ উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন।
এআর







































