• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে আগুন, শিশুসহ ৫ জন দগ্ধ


সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি সেপ্টেম্বর ৪, ২০২৫, ১০:৪৮ এএম
নারায়ণগঞ্জে গ্যাস লিকেজে আগুন, শিশুসহ ৫ জন দগ্ধ

ফাইল ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের কাঁচপুরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের পাঁচ সদস্য দগ্ধ হয়েছেন। তাদের জরুরি ভিত্তিতে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটে আজ বৃহস্পতিবার (সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে সোনারগাঁও থানার কাঁচপুর বেসিক এলাকার তিন তলা বাড়ির নিচ তলায়।

দগ্ধরা হলেন মানব চৌধুরী (৪০), তার স্ত্রী বাচা চৌধুরী (৩৮), এবং তাদের তিন কন্যা মুন্নি (১৪), চুন্নি (১২) ও মৌরি (৬)।

পরিবেশক সবিনয় দাস জানিয়েছেন, ভাড়া থাকা ওই পরিবারটি বাসার নিচ তলায় বসবাস করতেন। ভোরে রান্নার জন্য চুলা জ্বালানোর সময় একটি বিকট শব্দের সঙ্গে বিস্ফোরণ ঘটে। পরে তাদের চিৎকার শুনে আশপাশের মানুষ এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে আনা হয়।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানিয়েছেন, পাঁচজনকে বর্তমানে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এসআই

Wordbridge School
Link copied!