• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

রাজাপুরে বেইলী সেতুর সংযোগ সড়কে গর্ত, দুর্ঘটনার শঙ্কা


ঝালকাঠি প্রতিনিধি  সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৮:২৬ পিএম
রাজাপুরে বেইলী সেতুর সংযোগ সড়কে গর্ত, দুর্ঘটনার শঙ্কা

ঝালকাঠি: রাজাপুর উপজেলার গাজিরহাট এলাকার একটি স্কুল সংলগ্ন বেইলী সেতুর সংযোগ সড়কে বড় আকারের গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে সংযোগ সড়কের মাটি ধসে গিয়ে ওই স্থানে বড় গর্ত তৈরি হয়েছে। প্রতিদিন ওই সেতু দিয়ে শত শত যানবাহন চলাচল করছে। ফলে ঝুঁকি বেড়েছে কয়েকগুণ। বিশেষ করে রাতে দৃশ্যমানতা কম থাকায় গাড়ি চালকরা মারাত্মক ঝুঁকির মুখে পড়ছেন।

চালকরা জানিয়েছেন, সড়কের ওই অংশ দিয়ে যেতে হলে অতিরিক্ত সতর্ক থাকতে হয়। অনেকসময় ছোট গাড়ি বা মোটরসাইকেল চালকরা গর্তে পড়ে আহত হচ্ছেন।

এ বিষয়ে এলাকাবাসী দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন। তারা বলেছেন, দীর্ঘদিন ধরে এ সমস্যা হলেও কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নেয়নি। অবহেলার কারণে যেকোনো মুহূর্তে বড় দুর্ঘটনা ঘটতে পারে।

স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে রাস্তা মেরামতের উদ্যোগ নেওয়া না হলেও স্থানীয়রা লাল নিশান টানিয়ে দিয়েছে।

এআর

Wordbridge School
Link copied!