• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

নড়াইলে অপহরণ দাবি করা যুবককে তার আত্মীয় বাড়ি থেকে উদ্ধার


নড়াইল প্রতিনিধি সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৪:০৮ পিএম
নড়াইলে অপহরণ দাবি করা যুবককে তার আত্মীয় বাড়ি থেকে উদ্ধার

ছবি: প্রতিনিধি

নড়াইল: নড়াইল সদর উপজেলার তপনভাগ গ্রাম থেকে ডিবি পুলিশ পরিচয়ে ইব্রাহিম মোল্যা নামে একজনকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছিল। অবশেষে সেই যুবককে তার স্ত্রীর বোনের বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুর ১ টায় সদর থানায় এক প্রেস ব্রিফিয়ে এসব তথ্য জানান থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম।

সাজেদুল ইসলাম জানান, সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের তপনভাগ গ্রামের আবদুর রহমান মোল্যার ছেলে পেশায় কৃষক ইব্রাহিম মোল্যাকে গত সোমবার ভোররাতে ৩ জন অজ্ঞাত ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে নিজ বাড়ি থেকে তুলে নেওয়ার অভিযোগ ওঠে। পরে এঘটনা নিয়ে তদন্তে নামে পুলিশ, এর মধ্যে পরিকল্পিতভাবে মানববন্ধন ও প্রতিপক্ষের নামে মিথ্যা মামলা দায়ের ও জিডি করার জন্য বিভিন্নভাবে চাপ দেয়া হয়। পরে তার স্ত্রীর আবেদনের প্রেক্ষিতে নড়াইল সদর থানায় একটি জিডি হয়।

তিনি জানান, সদর থানা ও গোয়েন্দা পুলিশ গত শুক্রবার (৫ সেপ্টেম্বর) সকালে যশোর জেলার কোতয়ালী থানার বিহারী কলোনী এলাকায় ইব্রাহিমের ভাইরাভাই ডালিম হোসেন এর বাড়ি থেকে উদ্ধার করেন। পরে জিজ্ঞাসাবাদে সে জানায় জলমহল নিয়ে বিরোধ থাকায় প্রতিপক্ষকে মিথ্যাভাবে হয়রানি এবং বিভিন্ন লোকজনের কাছে দেনা-দায়িক থাকায় তার স্ত্রী ও পরিবারের লোকজনের সাথে যোগসাজস করে স্বেচ্ছায় আত্মগোপন করে এ নাটক সাজায়। পরবর্তীতে তার স্ত্রী মোসা. ইরানী খাতুনসহ ঘটনায় জড়িত ইব্রাহিমের ভাই রুহুল আমিন ও চাচা রমজান আলীকে নিজ নিজ বাড়ী থেকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে তারও স্বীকার করে যে, ঘটনাটি মিথ্যা এবং এটি নাটক।

এ ঘটনায় মিথ্যা দোষারোপ ও পুলিশকে হয়রানী করায় সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হায়াৎ মাহমুদ খাঁন বাদী হয়ে তাদের বিরুদ্ধে এজাহার দায়ের করেন। যার প্রেক্ষিতে নড়াইল সদর থানায় একটি মামলা দায়ের হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন বলেও জানান থানা পুলিশের এই কর্মকর্তা।

এসআই

Wordbridge School
Link copied!