ফরিদপুর : আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গার মুনসুরাবাদ এলাকায় কাফনের কাপড় পরে রাস্তা অবরোধ করেছে এলাকাবাসী। একইসঙ্গে অবরোধকারীরা ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক এবং রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেন। এতে পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে দক্ষিণবঙ্গের ২১ জেলার যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
রোববার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে উপজেলার কমপক্ষে সাতটি স্থানে মহাসড়ক ও রেললাইন অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয় জনতা। পরিস্থিতি মোকাবিলায় ব্যাপক সংখ্যক পুলিশ, র্যাব, এপিবিএন ও সেনাবাহিনী মাঠে রয়েছে।
বিক্ষোভকারীরা মহাসড়কের ওপর টায়ারে আগুন জ্বালিয়ে, গাছের গুঁড়ি ফেলে এবং বেরিকেট দিয়ে অবস্থান নিয়েছে। দুটি ইউনিয়নকে বিচ্ছিন্ন করার প্রতিবাদে ও পুনর্বহালের দাবিতে তৃতীয় দফায় ভাঙ্গায় সড়ক ও রেলপথ অবরোধ করছেন আন্দোলনকারীরা।
ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর-২ আসন থেকে কেটে ফরিদপুর-৪ আসনে ফেরত না দেওয়া হলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে স্থানীয় রাজনৈতিক দলগুলো।
এর আগে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে আলগী ইউনিয়ন পরিষদ ভবনে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক। স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ছাড়াও প্রায় ৫০০-৬০০ মানুষ এতে অংশ নেন।
বক্তারা অভিযোগ করেন, নির্বাচন কমিশন অযৌক্তিকভাবে ভাঙ্গার দুটি ইউনিয়নকে বিভক্ত করার ষড়যন্ত্র করছে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, এ সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার না করলে রক্ত দিয়ে হলেও পূর্বের অবস্থান রক্ষা করা হবে। একই সঙ্গে আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা।
পিএস







































