• ঢাকা
  • শুক্রবার, ০৫ ডিসেম্বর, ২০২৫, ২০ অগ্রহায়ণ ১৪৩২
SonaliNews

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত নিউজ পোর্টাল

জামালপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর, আটক ১


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২১, ২০২৫, ০৫:১০ পিএম
জামালপুরে মন্দিরে প্রতিমা ভাঙচুর, আটক ১

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার শিমলা পল্লী তাড়িয়াপাড়া এলাকায় শ্রী শ্রী কালী মাতা মন্দিরে নির্মাণাধীন প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। 

রবিবার (২১ সেপ্টেম্বর) গভীর রাতে দুর্বৃত্তরা মন্দিরে প্রবেশ করে প্রতিমাগুলো ভেঙে দেয়। এই ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্গাপূজা সামনে রেখে মন্দিরে প্রতিমা তৈরির কাজ চলছিল। গভীর রাতে দুর্বৃত্তরা ঢুকে প্রতিমাগুলো ভাঙচুর করে। সকালে স্থানীয়রা ভাঙা প্রতিমা দেখে পুলিশকে খবর দেন।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মন্দিরের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হাবিবুর রহমান হাবিব (৩০) নামে একজনকে আটক করে। আটক ব্যক্তি তারিয়াপাড়া গ্রামের মো. সোহরাব আলীর ছেলে। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে আর কারা জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান রাশেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহছেন উদ্দিন, এবং জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আর মামুন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

জামালপুর পুলিশ সুপার জানান, ‘দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’ প্রশাসন এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বসহকারে দেখছে এবং এলাকায় যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

এসএইচ

Wordbridge School
Link copied!